জঙ্গলের রাজার থেকে প্রাণ বাঁচিয়ে চলার চেষ্টা জঙ্গলের অনেক বড় প্রাণীরাও করে। সে হাতি হোক কিংবা জিরাফ। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিয়োই ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখা চমকে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি জিরাফকে বনে জল খেতে দেখা যাচ্ছে, আর সেখানে জিরাফটিকে দেখতে পেয়ে দূর থেকে চুপিসারে আসতে থাকে 20টি ক্ষুধার্ত সিংহ। কিন্তু কোনওভাবে টের পায়নি জিরাফটি। ফলে এমন কিছু ঘটল, যা আপনি ভাবতেও পারবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?
ইউটিউবে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে একটি জিরাফ ক্ষুধার্ত সিংহের কবলে পড়েছে। একটি বা দুটি নয়, 20টি ক্ষুধার্ত সিংহকে ফাঁকি দিয়ে সে তার জীবন বাঁচানোর জন্য ছুটে বেরাচ্ছে। আফ্রিকার দেশ বতসোয়ানায় এই ঘটনা ঘটেছে। জিরাফ এবং সিংহের এই ভিডিয়োটি রেকর্ড করেছেন 28 বছর বয়সী ডেভিড শের। লেটেস্ট সাইটিংস নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। 20টি সিংহের একটি দল ধীরে ধীরে একটি জিরাফের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে, জিরাফ এই বিষয়ে অজ্ঞাত। সে তার নিজের মতো করে জল খাচ্ছে। কয়েক সেকেন্ড পর জিরাফের দিকে সিংহগুলি দৌড়ে আসতে থাকে। জিরাফ তা টের পাওয়ার সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। সে জল পেরিয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করে, যাতে তার জীবন বাঁচানো যায়।
জিরাফ দ্রুত দৌড়ে কিছু গাছের মধ্যে দিয়ে একটি খোলা জায়গায় পৌঁছে যায়। এ সময় সিংহগুলো পেছনে থেকে যায়। এই ভিডিয়োটি 7 নভেম্বর পোস্ট করা হয়েছিল, তারপর থেকে এক লাখেরও বেশি মানুষ এটি দেখেছেন। এখনও পর্যন্ত প্রচুর মানুষ ভিডিয়োটি দেখেছেন।
জঙ্গলের রাজার থেকে প্রাণ বাঁচিয়ে চলার চেষ্টা জঙ্গলের অনেক বড় প্রাণীরাও করে। সে হাতি হোক কিংবা জিরাফ। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিয়োই ভাইরাল হয়। তার মধ্যে এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখা চমকে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি জিরাফকে বনে জল খেতে দেখা যাচ্ছে, আর সেখানে জিরাফটিকে দেখতে পেয়ে দূর থেকে চুপিসারে আসতে থাকে 20টি ক্ষুধার্ত সিংহ। কিন্তু কোনওভাবে টের পায়নি জিরাফটি। ফলে এমন কিছু ঘটল, যা আপনি ভাবতেও পারবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?
ইউটিউবে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে, যাতে দেখা যাচ্ছে একটি জিরাফ ক্ষুধার্ত সিংহের কবলে পড়েছে। একটি বা দুটি নয়, 20টি ক্ষুধার্ত সিংহকে ফাঁকি দিয়ে সে তার জীবন বাঁচানোর জন্য ছুটে বেরাচ্ছে। আফ্রিকার দেশ বতসোয়ানায় এই ঘটনা ঘটেছে। জিরাফ এবং সিংহের এই ভিডিয়োটি রেকর্ড করেছেন 28 বছর বয়সী ডেভিড শের। লেটেস্ট সাইটিংস নামের একটি ইউটিউব চ্যানেলে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। 20টি সিংহের একটি দল ধীরে ধীরে একটি জিরাফের দিকে এগিয়ে যাচ্ছে। অন্যদিকে, জিরাফ এই বিষয়ে অজ্ঞাত। সে তার নিজের মতো করে জল খাচ্ছে। কয়েক সেকেন্ড পর জিরাফের দিকে সিংহগুলি দৌড়ে আসতে থাকে। জিরাফ তা টের পাওয়ার সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে যায়। সে জল পেরিয়ে উল্টো দিকে দৌড়াতে শুরু করে, যাতে তার জীবন বাঁচানো যায়।
জিরাফ দ্রুত দৌড়ে কিছু গাছের মধ্যে দিয়ে একটি খোলা জায়গায় পৌঁছে যায়। এ সময় সিংহগুলো পেছনে থেকে যায়। এই ভিডিয়োটি 7 নভেম্বর পোস্ট করা হয়েছিল, তারপর থেকে এক লাখেরও বেশি মানুষ এটি দেখেছেন। এখনও পর্যন্ত প্রচুর মানুষ ভিডিয়োটি দেখেছেন।