Latest Viral Video: সোশ্যাল মিডিয়ার (Social Media) জগতে অনেক আশ্চর্যজনক ভিডিয়ো চোখে পড়ে। তারমধ্য়ে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখে নেটিজ়নরা হাসি থামাতে পারেন না। আবার এমনও থাকে যেখানে দেখা যায়, শুধু সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো বানানোর জন্য় কেউ কেউ ভয়ানক স্টান্ট করেছেন। আপনি তো জিমে গিয়ে শরীরচর্চা করার সময় পুশআপ (Pushup) করেন, কিন্তু কখনও কি কাউকে দেখেছেন, বাইকের (Bike) উপর পুশআপ করতে? তাও আবার চলন্ত বাইকে। অবাক হলেন তো? এমনিতেও বর্তমানে তরুণদের মধ্যে বাইক নিয়ে বিভিন্ন স্টান্ট করার ক্রেজ বাড়ছে। কিন্তু এর জন্য প্রয়োজন প্রচুর অনুশীলন। তবে বর্তমানে যে ভিডিয়োটি ভাইরাল (Viral Video) হয়েছে, তা দেখলে আপনি শিউরে উঠবেন। একজন ব্যক্তিকে চলন্ত বাইকে পুশআপ করতে দেখা যায়।
जिंदगी इतनी सस्ती है क्या pic.twitter.com/UMnuEL50iD
— STUNNED VIDEOS (@kumarayush084) March 11, 2023
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক যুবক হাই-স্পিডে বাইক চালাচ্ছেন। আর বাইকের উপরেই পুশআপ করেছেন। দেখার সঙ্গে সঙ্গে আপনার মনে হবে সোশ্য়াল মিডিয়ার জন্য় জীবনকে এভাবে বাজি রাখাও যায়। কিন্তু আবাক ব্য়পার হল তিনি একটুও ভারসাম্য হারাননি, পুশআপ করার সময়। সেই বাইকের পাশাপাশি চলতে থাকা অন্য় এক বাইক চালক এটি ভিডিয়ো করেন। একবার ভাবুন তো, এমন কাজ করতে গিয়ে যদি গাড়িটি যদি একটুও ভারসাম্য হারাতো, তাহলে বিরাট একটা দুর্ঘটনা ঘটতে পারত।
এক টুইটার অ্য়াকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। শেয়ার করে ক্য়াপশনে লেখা হয়েছে, “জীবন কি এতটাই সস্তা?” শেয়ার করার পর থেকে ঝরের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকেই কমেন্টে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, “এদেক কাছে জীবনের কোনও দাম নেই।”