Latest Viral Video: রাস্তা পার হওয়ার সময় কতজনই বা সাবধানতা অবলম্বন করেন। বড়রাই করেন না। আর ছোটরা তো সেসব বোঝেই না। তাদের হাত ধরে রাস্তা পার করে দিতে হয়। কিন্তু কখনও কখনও তারাও একা পার হতে গিয়ে এমন কিছু বিপদ করে বসে , যা ভাবনার বাইরে। অনেক সময় দুর্ঘটনা এত মারাত্মক হয় যে ঘটনাস্থলেই মানুষ মারা যায়। বিশেষ করে আপনি যদি বাচ্চাদের নিয়ে রাস্তায় হন, তাহলে তাদের হাত ধরে রাখা জরুরি। বর্তমানে এমনই একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে , যেখানে একটি ছোট বাচ্চা (Child) নিজে থেকেই রাস্তা পার হচ্ছিল। আর কোনও দিকে না তাকিয়েই এপার থেকে ওপার দৌড়ে পার হওয়ার সময় একটি গাড়ি দ্রুত বেগে আসে। তারপরে সেই গাড়ি চালক (Car Driver) এমন কিছু করল, যা দেখলে আপনি চমকে উঠবেন।
এই ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন মহিলা তার দুই সন্তানকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন। আর গাড়ি থামার অপেক্ষা করছেন। কিন্তু এর মধ্যেই একটি শিশু দ্রুত দৌড়াতে শুরু করে এবং রাস্তা পার হওয়ার চেষ্টা করে। হাত ছাড়িয়ে রাস্তার এপার থেকে ওপারে যায়। তখনই একটি দ্রুতগামী গাড়ি আসছিল। গাড়ির চালক কন্ট্রোল রাখতে না পেরে শিশুটিকে বাঁচাতে গাড়ি ঘুরিয়ে একটি গাছে গিয়ে ধাক্কা খায়। চোখের পলকে শিশুটির প্রাণ বাঁচালেন গাড়ির চালক।
Driver Saved his life ❤️ pic.twitter.com/5xabd9XqlP
— CCTV IDIOTS (@cctvidiots) April 11, 2023
এই ভিডিয়োটি @cctvidiots নামে একটি আইডি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে শেয়ার করা হয়েছে। আর পোস্টের ক্যাপশনে লেখা আছে, “চালক তার জীবন বাঁচিয়েছে”। মাত্র 10 সেকেন্ডের এই ভিডিয়োটি এখনও পর্যন্ত 7.7 মিলিয়ন অর্থাৎ 77 লাখ ভিউ হয়েছে। অন্যদিকে 1 লাখ 48 হাজারের বেশি মানুষ ভিডিয়োটি লাইকও করেছেন। অনেকে কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “অভিভাবকদের উচিত তাদের সন্তানদের হাত ভাল করে ধরে রাখা।”