Viral Video Today: রাস্তায় যদি কেউ বিপদে পড়ে তবে তাকে সাহায্য করাই ধর্ম। সে মানুষ হোক বা পশু। যদিও বর্তমান সময়ে অনেক মানুষের মধ্য়েই আর সেই মানবতা খুব একটা চোখে পড়ে না। রাস্তায় মানুষ একে অপরকে সাহায্য করতে চায় না। কেউ রাস্তায় পড়ে আছে দেখলেও পাশ কাটিয়ে চলে যায়। রাস্তার পশুদের উপর নৃশংস অত্যাচারের ভিডিয়োও সোশ্যাল মিডিয়ায় (Social Media) অনেক দেখা যায়। সোশ্যাল মিডিয়ার জগতে যেমন খারাপ কিছু চোখে পড়ে, তেমন অনেক ভাল জিনিসও চোখে পড়ে। আবার লকডাউন চলা কালীন অনেক মানুষ রাস্তার এই অবলা পশুগুলির পাশেও দাঁড়িয়েছিলেন, সেই ভিডিয়োও ভাইরাল হয়েছিল। কিন্তু বর্তমানে এমন একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যেখানে একটি ছোট ছেলে ক্ষুধার্ত কুকুরকে (Dog) তার টিফিন (Tiffin) বক্স থেকে খাবার বের করে খাওয়াচ্ছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ছোট ছেলে বাড়ি থেকে স্কুলে যাচ্ছে। এ সময় তার চোখ পড়ে একটি কুকুরের ওপর। যাকে দেখে খুব ক্ষুধার্ত মনে হচ্ছে। ছেলেটি তা দেখে ব্য়াগ থেকে টিফিন বক্স থেকে বিস্কুট বের করে। তারপর বিস্কুটগুলি কুকুরটিকে খাওয়াতে থাকে। সেই দেখে সেখানে অন্য় একটি কুকুর এসে হাজির হয়। কিন্তু কুকুরটি তার কাছে যেতে ভয় পাচ্ছিল। তা দেখে সে কুকুরটিকে কোলে তুলে নিয়ে খাওয়াতে থাকে। দূর থেকে কোনও এক ব্য়ক্তি এই ঘটনাটি ভিডিয়ো করে।
এই ভিডিয়োটি নমন রাজপুত নামে একটি অ্যাকাউন্ট শেয়ার করা হয়েছে। আর তারপর থেকেই অধিকাংশ নেটিজ়েনদের নজর কেড়েছে এই ভিডিয়ো। অনেকে কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “ছোট থেকেই এসব শিক্ষা থাকা প্রয়োজন। দেখে খুব ভাল লাগল।”