Latest Viral Video: বুদ্ধিমত্তার দিক থেকে মানুষের কাছাকাছি পর্যায়ে রয়েছে শিম্পাঞ্জি, ওরাংওটাং ও বানর প্রজাতির প্রাণীরা। আপনি প্রায়ই এমন কথা শুনে থাকবেন যে, এরাই নাকি আমাদের পূর্বপুরুষ ছিল। যদিও এটি নিয়ে নিশ্চিত হওয়া যায়নি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, এসব প্রাণীদের বুদ্ধি ও ক্রিয়াকলাপ অনেকটা মানুষের মতোই। তবে তার প্রমাণ তো সবসময় জঙ্গলে গিয়ে পাওয়া যায় না। চিড়িয়াখানা (Zoo) এই জাতীয় পশুদের সংরক্ষণ করলে বিষয়টি উপলব্ধি করা যায়। বুদ্ধিমত্তা নিয়ে যখন কথা হচ্ছে, তখন সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হওয়া এই ভি়ডিয়োটি (Video) নিয়ে একবার কথা বলতেই হয়। খাঁচার বাইরে থাকা নালায় পড়ে যাওয়া বোতল বুদ্ধির জোরে খাঁচার ওপারে নিজের হস্তগত করছে এক ওরাংওটাং। সত্যিই অভিনব এক মুহূর্ত। ভিডিয়োটি সোশ্য়াল মিডিয়ায় অধিকাংশ নেটিজ়েনের নজর কেড়েছে।
Animals are smarter than you think!! • @foxla An orangutan at the Los Angeles Zoo got creative to receive a baby bottle dropped into a pool of water by a toddler. watch what happens next. pic.twitter.com/pLSGhrHZlj
— Rob Cardella (@RobertoCardel18) February 22, 2023
লস এঞ্জেলেস চিড়িয়াখানার ওরাংওটাং ঘেরের মধ্যে একটি বোতল পড়ে যায়। সেখানে দু’টি ওরাংওটাং উপস্থিত ছিল। ওই পড়ে যাওয়া বোতলটি তারা ঠিক নিজেদের কাছে নিয়ে এল। ভিডিয়োয় দেখা যাচ্ছে, ওরাংওটাং দু’টি একটি বড় গাছের ছাল জোগাড় করেছে। তারপর তারা সেটি খাঁচার ওপারে বের করতে চাইছে। আর অনেকক্ষণ চেষ্টার পরে তারা সেই গাছের ছালটিকে খাঁচার বাইরে বের করল। আর তারপরে ছালটি নালায় ফেলে দিয়ে, তা দিয়ে বোতলটিকে টানতে থাকল। আর চেষ্টার ফলস্বরূপ তারা সেই বোতলটি হাতের নাগালে পেয়েও গেল। আর তা পেতেই খুশিতে আত্মহারা হয়ে উঠল দু’জন। বোতলটি নিয়ে সোজা মুখে ঢুকিয়ে দিল। তাদের এই কান্ড দেখে মানুষ হতবাক হয়ে গিয়েছে।
টুইটারে @RobertoCardel18 নামের একজন ব্যবহারকারী ভিডিওটি শেয়ার করে লিখেছেন, “প্রাণীরা আপনার ধারণার চেয়ে বেশি স্মার্ট।” ভাইরাল হওয়া আসল ভিডিয়োটি এখনও পর্যন্ত দুই কোটিরও বেশি ভিউ হয়েছে। এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ক্রমশ ভাইরাল হচ্ছে। অনেকে অনেক কমেন্টও করছেন। কেউ বলেছেন, “আমি ভাবতেই পারিনি যে, ওরা বোতলটি পেয়ে যাবে।”