Viral Video: ভাইরাল হতে মেট্রোয় কোমর দুলিয়ে নাচ তরুণীর, আশপাশের লোকজন যা করল….

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 05, 2023 | 8:10 AM

A Girl Dancing In Delhi Metro: সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি মেয়ে হঠাৎ চলন্ত মেট্রোতে নাচতে শুরু করল। তারপরে সেই ভিড় মেট্রোতে এমন কিছু ঘটল, যা দেখলে আপনি অবাক হবেন।

Viral Video: ভাইরাল হতে মেট্রোয় কোমর দুলিয়ে নাচ তরুণীর, আশপাশের লোকজন যা করল....

Follow Us

Latest Viral Video: ইন্টারনেটের জগতে প্রতিদিনই কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়। আর বিগত কয়েক বছর ধরে রিলস-এর চাহিদা যা হারে বেড়ে চলেছে, তাতে রাস্তা ঘাটে চলতে চলতে এমন অনেকেই দেখতে পান যারা রিলস বানাচ্ছেন। শুধু রাস্তায় বললে ভুল বলা হবে, ভিড় বাস থেকে শুরু করে মেট্রো, সবেতেই ভিডিয়ো বানানো এখন ট্রেন্ডে পরিণত হয়েছে। সোশ্য়াল মিডিয়ায় (Social Media) এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি মেয়ে হঠাৎ চলন্ত মেট্রোতে (Metro) নাচতে শুরু করল। তারপরে সেই ভিড় মেট্রোতে এমন কিছু ঘটল, যা দেখলে আপনি অবাক হবেন।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, মেট্রোটি যাত্রীতে পরিপূর্ণ। অর্থাৎ বসার জায়গা খালি নেই বললেই চলে। যার কারণে অনেক যাত্রীকে দাঁড়িয়ে যাতায়াত করতে দেখা যাচ্ছে। তাদের মাঝেই দু’জন মেয়ে উপস্থিত রয়েছে। তাদের মধ্যে একজন হঠাৎ নাচতে শুরু করে, আর তার ভিডিয়ো করতে থাকে অন্য় একটি মেয়ে। তাদের দেখেই বোঝা যাচ্ছে যে, এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ার জন্য তৈরি করা হচ্ছে। এদিকে, সেখানে কেউ তাদের নাচের এই ভিডিয়ো রেকর্ড করে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে। আর তারপর থেকেই ভাইরাল হয়ে যায় ইন্টারনেট দুনিয়ায়।

এই ভিডিয়োটি @MajDPSingh নামের একটি টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। সেখানে ডিএমআরসি (DMRC)-কে ট্য়াগও করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটি 1 লাখ 28 হাজারেরও বেশি মানুষ দেখেছেন এবং কমেন্ট করে প্রতিক্রিয়াও জানাচ্ছেন। এক ব্যবহারকারী বলছেন, “এখন এটাই দেখার পালা যে, ডিএমআরসি কোনও পদক্ষেপ নেয় কি-না।” ডিএমআরসি (DMRC) যাত্রীদের জন্য কিছু নিয়ম তৈরি করেছে। যেমন মেট্রোতে খাবার খাওয়া যাবে না, বসার সিট না পেলে মেঝেতে বসা যাবে না, অন্য যাত্রীদের বিরক্ত করে এমন কোনও কাজ করা যাবে না। আর ছবি তোলা বা ভিডিয়ো করার উপর নিষেধাজ্ঞা তো বহুদিন ধরেই রয়েছে।

Next Article