Latest Viral Video: বাংলা প্রবাদেই আছে, নাচ না জানলে উঠোন ব্যাঁকা! মানে ভুল নিজে করে অর্থহীন কিছু সাফাই দেওয়া। রাস্তা দিয়ে চলবেন, চলতে চলতে বাম্পারে হোঁচট খাবেন। তাতে আপনি দেখেননি, সেটা গুরুত্ব পায় না, গুরুত্ব পায় হল- এখানে বাম্পার কেন করল, বাম্পার করলেও সামনে বোর্ড লাগানো উচিত ছিল। এমনটা মাঝেমধ্যেই হয় সকলের সঙ্গে। ঠিক যেমন এই ভিডিয়োটি (Video) দেখলে বুঝবেন। রাস্তা ছিল ফাঁকা, রাস্তায় স্কুটি নিয়ে বেরিয়েছে এক তরুণী। 10-12 ফুটের একটা পুল পেরোতে গিয়ে শেষে কিনা সটান জলে! আসলে তরুণী স্কুটি চালাতে অপারগ নাকি রাস্তায় অন্য কিছুর দিকে তার নজর ছিল, তা জানার আগে হাসিতে লুটোপুটি খাচ্ছে নেটিজেনরা। সকলেই বিদ্রুপের হাসি হাসছে আর বলছে, ‘নজর হটি তো দুর্ঘটনা ঘটি।’
ভাইরাল (Viral) হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মেয়ে স্কুটি নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। এর পাশেই একটি বড় ড্রেন রয়েছে, যার উপর একটি ছোট কালভার্ট তৈরি করা হয়েছে। মেয়েটি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর কালভার্টের দিকে আসে। কিন্তু পরের মুহুর্তে যা ঘোটল, তা দেখে অধিকাংশ নেটিজ়েন হাসি চেপে রাখতে পারেননি। কালভার্ট পার হওয়ার সময় মেয়েটি এতটাই ভয় পেয়ে যায় যে, স্কুটি নিয়ে সোজা ড্রেনে পড়ে যায়। এরপর মেয়েটিকে নিয়ে উদ্বেগও প্রকাশ করছেন অনেকে।
কয়েক সেকেন্ডের এই ক্লিপটি ইনস্টাগ্রামে gieddeee নামে একটি অ্যাকাউন্টে শেয়ার করা হয়েছে। ভিডিয়োটিতে এখনও পর্যন্ত সাড়ে তিন হাজার মানুষ লাইক দিয়েছেন। আবার অনেকে মজার কমেন্টও করেছেন। এক ব্যবহারকারী লিখেছেন, “কোনও দোষ ওনার নয়, সব দোষ রাস্তার।” আরও একজন লিখেছেন, “ভিডিয়োটি ইন্দোনেশিয়ার। সেখানকার বেশিরভাগ মেয়েরাই সঠিকভাবে স্কুটি চালাতে জানেন না।”