Viral Video: স্রেফ ব্রা আর মিনি স্কার্ট পরে মেট্রোয় সফর, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে পোশাক খুঁজতে ব্যস্ত সহযাত্রীরা
Viral Video Today: তিনি উরফি জাভেদ নন ঠিকই। তবে তিনি উরফি-র থেকে কোনও অংশে কম যান না। তাঁর মতোই অদ্ভুত পোশাক পরে মেট্রোয় সফর করলেন। কয়েক মুহূর্তের জন্য দিল্লির সেই মেট্রোর কামড়ার অনেক মানুষের হৃদস্পন্দন বাড়িয়েই তিনি সফর করলেন।
Latest Viral Video: অদ্ভুত তার পোশাক। উদ্ভট সব পোশাক পরেই সবথেকে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। এখন উরফি জাভেদ (Urfi Javed) এমনই একটা নাম হয়ে গিয়েছে, যা শুনলে প্রথমেই আপনার মাথায় আসবে তাঁর ড্রেসিং সেন্সের বিষয়টা। এহেন উরফি জাভেদই যদি মেট্রো রেলে আপনার পাশে এসে বসে, কেমন লাগবে বলুন তো? আপনার পাশে না বসলেও দিল্লি মেট্রোয় (Delhi Metro) তিনি সম্প্রতি চড়েছেন। তিনি উরফি জাভেদ নন ঠিকই। তবে তিনি উরফি-র থেকে কোনও অংশে কম যান না। তাঁর মতোই অদ্ভুত পোশাক পরে মেট্রোয় সফর করলেন। কয়েক মুহূর্তের জন্য দিল্লির সেই মেট্রোর কামড়ার অনেক মানুষের হৃদস্পন্দন বাড়িয়েই তিনি সফর করলেন।
এই ধরনের পোশাককে যে কী বলা হয়, আর কী বলা হবে তা হয়তো ভূ-ভারতে কারও জানা নেই। দিল্লি মেট্রোর একটি ট্রেনের এক্কেবারে প্রথম দিকের সিটে মেয়েটি বসেছিল। পরনে কাপড় ছিল নিমিত্ত মাত্র। আর তাকে যেন হাঁ হয়ে দেখছিল মেট্রোয় তার সহযাত্রীরা। সামান্য একটা মিনিস্কার্ট এবং ব্রা পরেই সে মেট্রোয় চড়েছিল। তার পাশে আর একটি মেয়ে বসেছিল। এমনতর পোশাক দেখে যে সে কতটা অস্বস্তি বোধ করছে, তা স্পষ্ট হয়ে গিয়েছে মেয়েটির অভিব্যক্তি দেখেই।
তবে সে যখন মেট্রোতে তার আসনে বসেছিল, তখন তার পোশাক সেভাবে বোঝা যাচ্ছিল না। কারণ, নিজেকে ব্যাগ দিয়ে ঢেকে রেখেছিল মেয়েটি। তারপর যখনই তার গন্তব্য স্টেশনটি আসে, এবং সে তার আসন থেকে উঠে মেট্রোর দরজার দিকে এগিয়ে যায়, তখনই বোঝা যায় তার পরনে কী আছে। উরফি জাভেদ যে তাকে কতটা অনুপ্রাণিত করেছিল, তার প্রমাণ মিলেছে এই ভিডিয়ো থেকেই। তাই, মিনি ড্রেস পরিহিত এই মেয়েটিকে দেখে নেটিজ়েনরা এক প্রকার নিশ্চিত যে, সে একমাত্র উরফি জাভেদ দ্বারা অনুপ্রাণিত। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা তাকে সেই কারণেই উরফি জাভেদের ‘আনসার্টিফায়েড কপি’ নাম দিয়েছেন। নেটিজ়েনরা এই ভিডিয়ো দেখার পর নানাবিধ মন্তব্য করেছেন।
No she is not @uorfi_pic.twitter.com/PPrQYzgiU2
— NCMIndia Council For Men Affairs (@NCMIndiaa) March 31, 2023
টুইটারে @NCMIndiaa নামক একটি ভেরিফায়েড পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, “না, সে উরফি নয়।” ওই পেজ থেকে জানানো হয়েছে, ভিডিয়োটি সাউদার্ন ফিল্মস ম্যাগাজ়িন থেকে সংগৃহীত। গত 31 মার্চ ভিডিয়োটি শেয়ার করা হয়। 2 এপ্রিল এই প্রতিবেদন রচনা করার সময় ভিডিয়োর ভিউ 131.2K।
নেটিজ়েনদের একজন এই ভিডিয়ো দেখার পর বলছেন, “দিল্লিও তার নিজস্ব উরফিকে পেয়ে গেল।” দ্বিতীয় জন যোগ করেছেন, “উরফিকে এই মেয়েটি বিরাট প্রতিযোগিতার মধ্যে ফেলতে পারে।” তৃতীয় জনের বক্তব্য, “এই ফিল্ডে উরফির মনোপলি ভেঙে দিতে চাইছে মেয়েটি।” আর একজন জুড়লেন, “দিল্লি মেট্রোতে এমন দৃশ্য ভাবা যায় না।”