Optical Illusion: ছোট্ট মেয়ের পা দেখে সকলে বিভ্রান্ত! একমাত্র তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন মানুষজনই সত্যিটা জানেন
Optical Illusion Today: অপটিক্যাল ইলিউশন মানুষকে কতটা বিভ্রান্ত করতে পারে, তারই প্রকৃত উদাহরণ হল ছবিটি। টুইটারে শেয়ার করা এই ছবিতে আপনি প্রথমেই দেখতে পাবেন, বাচ্চা একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তার দুটি পা-ই অদ্ভুত রকম ভাবে সরু, যা দেখে অনেকেই ধন্দে পড়ে গিয়েছেন।
Latest Optical Illusion: অপটিক্যাল ইলিউশনের ছবিগুলি মানুষের নজর ঘুরিয়ে দেয়। কিন্তু বাস্তবসম্মত অপটিক্যাল ইলিউশনের দেখা আর ক’টাই বা মেলে! যে সব ছবির ধাঁধা আমাদের নজরে আসে, তাদের বেশির ভাগই অলঙ্করণ বা গ্রাফিক হিসেবে তৈরি করা হয়। তবে, এই ছবিটা নেটদুনিয়ার মাথা ঘুরিয়ে দিয়েছে। আক্ষরিক অর্থেই এটি একটি অপটিক্যাল ইলিউশন। ব্যাপারটা ঠিক কী বলুন তো! বাচ্চা মেয়েটিকে দেখে অনেকেই ভাবছেন, সে বিশেষ ভাবে সক্ষম। কিন্তু সত্যিই কি বাচ্চাটি বিশেষ ভাবে সক্ষম? নাকি ছবিতেই কোনও সমস্যা রয়েছে? তীক্ষ্ণ নজর যাঁদের, বাজপাখির মতো দৃষ্টিশক্তি যাঁদের, তাঁরা কিন্তু অন্য কথা বলছেন। তাঁরাই আখেরে ছবির মূল বিষয়টা ধরতে পেরেছেন। আপনিও কি সেই দলে পড়েন?
গত বৃহস্পতিবার 30 মার্চ এই ছবিটি টুইটারে শেয়ার করেন @Rainmaker1973 নামের এক ব্যবহারকারী। অপটিক্যাল ইলিউশন মানুষকে কতটা বিভ্রান্ত করতে পারে, তারই প্রকৃত উদাহরণ হল ছবিটি। টুইটারে শেয়ার করা এই ছবিতে আপনি প্রথমেই দেখতে পাবেন, বাচ্চা একটি মেয়ে দাঁড়িয়ে রয়েছে। তার দুটি পা-ই অদ্ভুত রকম ভাবে সরু, যা দেখে অনেকেই ধন্দে পড়ে গিয়েছেন। কারণ, তাঁরা দাবি করছেন মেয়েটি বিশেষ ভাবে সক্ষম।
ছবিটি শেয়ার করে তার ক্যাপশনে লেখা হয়েছে, “অপটিক্যাল ইলিউশনগুলি কীভাবে আপনার মনে জগাখিচুড়ি পাকায়, এই ছবিটি তারই উদাহরণ। ছবিতে আপনি প্রথমে অত্যন্ত রোগা পায়ের একটি মেয়েকে দেখতে পাচ্ছেন এবং তারপর…”
This photo is an example of how optical illusions mess with your mind.
First you see a little girl with extremely skinny legs and then… pic.twitter.com/W9F4jQrPLN
— Massimo (@Rainmaker1973) March 30, 2023
একটু খুঁটিয়ে যদি এই ছবিটা আপনি দেখেন, তাহলে আসল বিষয়টা আপনার নজরে আসবে। ছবিটা এমন ভাবেই তোলা হয়েছে, আর তা আপনি এমন দূরত্ব থেকেই দেখছেন যে আসল বিষয়টা ধরতে পারছেন না। অর্থাৎ আদতে যা দৃশ্যমান হওয়ার কথা তা আপনি দেখতে পাচ্ছেন না। মেয়েটির হাতে একটি পপকর্নের প্যাকেট রয়েছে। সে প্যাকেটটি এমন ভাবেই ধরে রয়েছে যে, যা একটা অপটিক্যাল ইলিউশনের জন্ম দিয়েছে। মনে হচ্ছে, তার পা দুটো সরু। আসলে, পপকর্নের প্যাকেট এবং মেয়েটি যেখানে দাঁড়িয়ে রয়েছে সেই মাঠের ঘাস যেন মিশে গিয়েছে।