Viral Video: স্টেশনে ঘুমন্ত ব্যক্তির পায়ে নোংরা ভাবে জুতো ঘষছেন পুলিশকর্মী, ভিডিয়ো দেখে অগ্নিশর্মা নেটিজ়েনরা

Viral Video Today: স্টেশনে ঘুমিয়ে ছিলেন এক ব্যক্তি। জায়গাটি খালি করতে পুলিশকে দেখা গেল ওই ব্যক্তির পায়ের উপরে জুতো দিয়ে নোংরা ভাবে ঘষতে। জানা গিয়েছে, এমন ন্যক্কারজনক কাণ্ডটি ঘটেছে মথুরা রেলওয়ে স্টেশনে। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

Viral Video: স্টেশনে ঘুমন্ত ব্যক্তির পায়ে নোংরা ভাবে জুতো ঘষছেন পুলিশকর্মী, ভিডিয়ো দেখে অগ্নিশর্মা নেটিজ়েনরা
ছিঃ, এ আবার কেমন পুলিশ!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 9:17 AM

Latest Viral Video: স্টেশনে ঘুমিয়ে ছিলেন এক ব্যক্তি। জায়গাটি খালি করতে পুলিশকে (Police Officers) দেখা গেল ওই ব্যক্তির পায়ের উপরে জুতো দিয়ে নোংরা ভাবে ঘষতে। দুই GRP ছিলেন ঘটনাস্থলে। তাঁদের মধ্যে একজন ঘুমন্ত ওই ব্যক্তির সঙ্গে এমন অসম্মানজনক আচরণটি দেখাচ্ছিলেন। জানা গিয়েছে, এমন ন্যক্কারজনক কাণ্ডটি ঘটেছে মথুরা রেলওয়ে স্টেশনে (Mathura Station)। ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে।

প্রথমে দেখা যায়, রেলের ওই পুলিশ অফিসার টর্চলাইট দিয়ে ঘুমন্ত মানুষটার মুখে জ্বালতে থাকেন। তারপর তাঁকে ঘুম থেকে তুলতে পায়ের উপর জুতো ঘষতে থাকেন। পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ অফিসারটিকে দেখা যায়, কোনও রকম প্রতিরোধ করা ছাড়াই দৃশ্যটি দেখছেন, উপভোগও করছেন। এই ভিডিয়ো দেখার পর সোশ্যাল মিডিয়ায় লোকজন একপ্রকার ক্ষোভে ফুঁসছেন। কেউ বলেছেন, “ছিঃ! এ আবার কেমন পুলিশ।” কেউ আবার বলেছেন, “স্টেশনে যাঁরা শুয়ে থাকেন, তাঁরা তো মানুষ নন।”

ভিডিয়োটি ভাইরাল হতেই নড়ে চড়ে বসে মথুরা স্টেশনের জিআরপি। আগ্রার SP GRP নিজে টুইট করে আর একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেন। সেখানে তিনি জানান, ওই দুই পুলিশকর্মীকে বরখাস্ত করা হয়েছে।

এসপি জিআরপি বলেছেন, “গতকাল মথুরা জাংশনের একটি ভিডিয়ো আমাদের নজরে এসেছে, যেখানে দুজন জিআরপি পুলিশকর্মীকে ঘুমিয়ে থাকা এক ব্যক্তির উপরে জঘন্য ভাবে চড়াও হতে দেখা গিয়েছে। এটি একটি পুরনো ভিডিয়ো। বিষয়টি এখন আমাদের স্ক্যানারে রয়েছে। শিগগিরই কঠোর অ্যাকশন নেওয়া হবে।”

আমির কাদরি নামের এক ব্যক্তি গত 31 মার্চ ভিডিয়োটি টুইটারে শেয়ার করেন। তিনি জানিয়েছেন, স্টেশনে এক যাত্রী এই ভিডিয়োটি রেকর্ড করেছেন। সেই ভিডিয়োই এখন রীতিমতো ভাইরাল।