Viral Video: উন্মুক্ত চুলে দোকানে; পরনে নেই হিজাব! দুই মহিলার মাথায় দই ঢাললেন ব্যক্তি, ইরানের ঘটনায় দুনিয়া তোলপাড়
Viral Video Today: ওই দোকানে যে ব্যক্তি মহিলাদের আক্রমণ করলেন, ঘটনার পরেই তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেন দোকানদার। রক্ষা পাননি আক্রান্ত দুই মহিলারাও। তাঁদেরও সেই দোকান থেকে বের করে দেওয়া হয়।
Latest Viral Video: দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় সামগ্রী কিনতে দোকানে এসেছিলেন দুই মহিলা। কিন্তু সেখানে যে এভাবে নীতিপুলিশির আক্রমণে পড়তে হবে, স্বপ্নেও কল্পনা করতে পারেননি তাঁরা। মুখে দই ছেটানো হল ন্যক্কারজনক ভাবে। কী দোষ? তাঁরা হিজাব (Hijab) পরেননি। ইরানের (Iran) মাশাহদে দুই মহিলাকে প্রকাশ্যে এভাবে আক্রমণের ঘটনা সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। প্রথমে দেখা গেল, এক ব্যক্তি ও এক মহিলার বাদানুবাদ চরমে ওঠে। তারপরই ওই ব্যক্তি ক্রুদ্ধ হয়ে দোকান থেকে একটি দইয়ের (Yogurt) কৌটো বের করে, তা ঢেলে দেন ওই মহিলার মাথায়। সঙ্গে ছিলেন মহিলার বন্ধু। তাঁর পরনেও হিজাব ছিল না। নীতিপুলিশের হাত থেকে রক্ষা পাননি তিনিও। জঘন্য ভাবে জনসমক্ষে তাঁরও মাথায়, মুখে দই ঢালা হয়।
গত বছরের শেষ দিকটায় হিজাব বিরোধী আন্দোলনে ইরান কতটা উত্তাল হয়েছিল, তা প্রায় সকলেরই জানা। পুলিশ হেফাজতে 22 বছরের তরুণী মাহসা আমিনির রহস্যজনক মৃত্যুর পর আন্দোলনের তীব্রতা আরও বেড়ে যায়। কিন্তু তারপরেও সে দেশে হিজাব বাধ্যতামূলক করার আইন প্রত্যাহার করা হয়নি। তবে এই ভিডিয়ো যেন সবকিছু ছাপিয়ে গিয়েছে। ওই দোকানে যে ব্যক্তি মহিলাদের আক্রমণ করলেন, ঘটনার পরেই তাঁকে ঘাড় ধাক্কা দিয়ে সেখান থেকে বের করে দেন দোকানদার। রক্ষা পাননি আক্রান্ত দুই মহিলারাও। তাঁদেরও সেই দোকান থেকে বের করে দেওয়া হয়।
সূত্রের খবর, জনসমক্ষে চুল দেখানোর জন্য ওই দুই মহিলাকে আটক করা হয়েছে। তার কারণে ইরানে মহিলাদের চুল দেখানোর বিষয়টি আইনত নিষিদ্ধ। পাশাপাশি ওই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে জনশৃঙ্খলা বিঘ্নিত করার জন্য। সিসিটিভি ক্যামেরায় সমগ্র ঘটনাটি ধরা পড়েছে। সেই ভিডিয়োই এখন সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে।
Remarkable video: An Islamist morality police in Mashhad, Iran pours yogurt over the heads of two women for not wearing hejab.
In a previous era the shopkeeper may have been afraid to intervene against government thugs, but times have changed in Iran. pic.twitter.com/4PWu4btPhl
— Karim Sadjadpour (@ksadjadpour) March 31, 2023
ভিডিয়োতে দেখা গিয়েছে, দুই মহিলার একজনের পরনে রিপড্ জিন্স, এলোচুলেই রেখেই তিনি এসেছিলেন দোকানে। এক ব্যক্তিকে দেখা গেল সেই দোকানে ঢুকতে। তিনিও সেখানে ঢুকেছিলেন প্রয়োজনীয় সামগ্রী কিনতেই। তারপর হঠাৎ লক্ষ্য করলেন, তাঁর পাশে যে মহিলা দাঁড়িয়েছিলেন তিনি হিজাব পরেননি। মাথা ঢাকা নেই, তার উপরে আবার জিন্স পরে রয়েছেন। কিছুক্ষণ ধরে কথা কাটাকাটি চলার পর দই ঢেলে দিলেন মহিলার মাথায়। মহিলার বন্ধুর মাথাতেও দই ঢেলে দিলেন।
ভিডিয়োটি ভাইরাল হওয়ার পর ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি শনিবার বলেন, হিজাব পরা ইরানে এখন বাধ্যতামূলক, এটি পরার ‘আইনি প্রয়োজনীয়তা’ রয়েছে। পরে তিনি আরও স্পষ্ট করে বলেন, ‘ধর্মীয় প্রয়োজনীয়তা’য় ইরানের মহিলাদের হিজাব পরতেই হবে।