AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: অজগর ও কমোডো ড্রাগনের হাড়হিম করা লড়াই, কেউ কাওকে ছাড়ার পাত্র নয়, রোমহর্ষক ভিডিয়ো ভাইরাল

Viral Video Today: ওই ড্রাগন (Dragon) এবং অজগর (Python) দুজনেই যেন নিজেদের জীবন বাঁচাতে মরিয়া। দুজনেই লড়াইতে জিততে একে অপরকে এক ছটাকও জায়গা ছেড়ে দিতে রাজি নয়। ভিডিয়োটি দেখতে বসে আপনার মনও কৌতূহলী হয়ে উঠবে। বারবার জানতে ইচ্ছে করবে, শেষমেশ এই লড়াইতে কে জিতল।

Viral Video: অজগর ও কমোডো ড্রাগনের হাড়হিম করা লড়াই, কেউ কাওকে ছাড়ার পাত্র নয়, রোমহর্ষক ভিডিয়ো ভাইরাল
হাড়হিম করা ঘটনা।
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 6:10 PM
Share

Latest Viral Video: বন্যপ্রাণ নিয়ে মানুষের আগ্রহ কম নয়। হিংস্র প্রাণীদের লড়াই টিভির পর্দায় হাঁ হয়ে দেখেন মানুষজন। হতচকিত হন, ভয়ও পান কখনও কখনও, কিন্তু তাঁদের চোখের পলক পড়ে না। কারণ, বন্যপ্রাণীদের সংগ্রাম, খাবার সন্ধানে তাদে লড়াই মানুষের নজর কেড়ে নেয়। কখনও হরিণ বা জেবরার মতো প্রাণীদের বাঘ অথবা সিংহের আক্রমণ, কখনও আবার সাপ-বেজির লড়াই কে না দেখতে ভালবাসে। সেরকমই একটা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ঘোরাফেরা করছে কয়েক দিন ধরেই। সেই ভিডিয়োতে একটি অজগর (Python) এবং কমোডো ড্রাগনের (Komodo Dragon) ভয়ঙ্কর লড়াই দেখা গিয়েছে। কেউ কাওকে ছাড়ার পাত্র নয়, ভিডিয়োতে ফুটে উঠেছে তা। সাপটি কখনও ড্রাগনের শরীরের দাঁত বসাচ্ছে, তো কখনও আবার সাপটিকে কামড়ে তার শরীর থেকে রক্ত বের করে নিচ্ছে ড্রাগনটি। হাড়হিম করা সেই ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে।

ইনস্টাগ্রামে big.cats.india নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। হিংস্র দুই প্রাণীর মধ্যে এমন প্রাণপণ লড়াইয়ের ভিডিয়ো দেখতে বসে, আপনার বারবার মনে হবে কে জিতবে লড়াইতে। ওই ড্রাগন এবং অজগর দুজনেই যেন নিজেদের জীবন বাঁচাতে মরিয়া। দুজনেই লড়াইতে জিততে একে অপরকে এক ছটাকও জায়গা ছেড়ে দিতে রাজি নয়। ভিডিয়োটি দেখতে বসে আপনার মনও কৌতূহলী হয়ে উঠবে। বারবার জানতে ইচ্ছে করবে, শেষমেশ এই লড়াইতে কে জিতল।

ভিডিয়োতে প্রথমে দেখা গেল, অজগরের শরীরের একটা অংশ ড্রাগনটি কামড়ানোর চেষ্টা করছে। এদিকে সাপটি ড্রাগনের মুখে ছোবল মেরে সেই অংশটাকে ছাড়ানো চেষ্টা করছে। এরপর ওই ড্রাগন তার মুখটা কিছুটা দূরে সরিয়ে রাখে। তখন সাপটা তার মুখ এগিয়ে নিয়ে আসতেই খপাত তা ধরে ফেলে ড্রাগনটি। কিন্তু সেই বিরাট পাইথন এমন ভাবেই ছটফট করতে থাকে যে, ড্রাগনটি শেষমেশ তা ছেড়ে দিতে বাধ্য হয়। এবার সাপটি ওই ড্রাগনের মুখটা পেঁচিয়ে ধরার চেষ্টা করে। কিন্তু তাতেও ব্যর্থ হয়। এভাবেই দুজনের জীবনসংগ্রাম দীর্ঘক্ষণ ধরে চলতে থাকে।

ভিডিয়োটি দেখার পর নেটিজ়েনরা জানতে চেয়েছেন, সাপ ও কমোডো ড্রাগনের মধ্যে এই লড়াইতে কে জিতেছে? সাপটি কি ওই ড্রাগনের শ্বাসরুদ্ধ করতে পেরেছিল, নাকি ড্রাগনটিই শেষমেশ সাপটিকে চিবিয়ে খেয়েছিল? দুজনেই দুজনকে এমন ভাবেই আক্রমণ করছিল যে, শেষ পর্যন্ত কার জয় হয়েছে তা পরিষ্কার হয়নি। তবে ওই কমোডো ড্রাগন সম্পূর্ণ ভাবে অজগরের চোয়ালে দাঁত বসিয়ে তাকে একপ্রকার বিপর্যস্ত করে ছেড়েছিল।কারণ, সাপেদের চোয়াল আঘাতপ্রাপ্ত হলে তাদের পক্ষে পূর্ণ শক্তি পাওয়া দুষ্কর হয়ে যায়।

ইনস্টাগ্রামে প্রচুর মানুষ এই ভিডিয়োটি দেখেছেন। কমেন্টও করেছেন বহু মানুষ।