Latest Viral Video: পৃথিবীতে দক্ষ লোকের অভাব নেই, তা যে কোনও ক্ষেত্রেই হোক না কেন। এমন অনেক শিল্পী আছেন যাদের কাজ আপনাকে অবাক করবে। আপনি নিশ্চয়ই অনেক ধরনের কেক দেখেছেন। কেকের উপর ছবি বসানো হোক বা এক মানুষ সমান উঁচু কেক (Cake) সব কিছুই ভাইরাল (Viral) হয়। কিন্তু বর্তমানে এমন একটি কেকের ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যা দেখলে আপনি অবাক হবেন। একজন শিল্পী এমন কেক বানিয়েছেন যে, কেকটি আসল না নকল বুঝতেই পারবেন না। অবিকল নিজের মতো দেখতে। কয়েক মুহূর্তের জন্য় আপনার ভুল হবে যে, কে আসল আর কে নকল।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি মেয়ে তার হাতে একটি প্লেট নিয়ে দাঁড়িয়ে আছেন। কিন্তু অবাক ব্য়পার হল, তার থালায় যা রাখা আছে, তা আপনাকে অবাক করবে। অবিকল তার মতো দেখতে একটি মাথা। প্রথমে আপনি ভাববেন এমনটা কীভাবে সম্ভব। প্লেটটি সরানোর পরের মুহুর্তে, দুটি অভিন্ন মেয়ে সেখানে উপস্থিত হতে শুরু করে। চেহারা, চুলের স্টাইল, হাসি, চোখ, মেকআপ সবকিছুই ছিল হুবহু একই রকম। কিন্তু সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির আর প্লেটে মুখের রহস্য বুঝতে পারবেন না। কিন্তু তারপরে দেখা যাবে, থালায় রাখা মাথাটি কেকের মতো কেটে ফেললেন। অর্থাৎ মেয়েটি হুবহু তার মতো দেখতে একটি কেক বানিয়েছে।
শিল্পী তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিয়ো শেয়ার করেছেন। আর তারপর থেকেই ভাইরাল হয়েছে এই কেকের ভিডিয়ো। সোশ্য়াল মিডিয়ায় অধিকেংশ নেটিজ়েনকে অবাক করেছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা কেকের সৌন্দর্য মানুষকে অবশ্যই তার ভক্ত করে তুলেছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত 5 কোটির বেশি ভিউ এবং প্রায় 3 লাখ লাইক পেয়েছে। অনেকে কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “আমি এক মুহূর্তের জন্য়ও বুঝতে পারিনি যে, কোনটি আসল আর কোনটি নকল।”