Viral Video Today: সোশ্যাল মিডিয়ার যুগে ভাইরাল হওয়ার জন্য মানুষ কত কী-ই না করছে। জীবনের তোয়াক্কা না করেই ভিডিয়ো বানাতে মত্ত রয়েছে। লাইক, ভিউ এবং কমেন্টের জন্য একের পর এক বিপদ ঘটে চলেছে। কিন্তু তাতেও সচেতন হয় বেশিরভাগ মানুষ। সোশ্যাল মিডিয়ায় এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি শিউরে উঠবেন। ভিডিয়োটি দেখআর পর আপনি হাতেনাতে প্রমান পাবেন যে, মানুষ নিজের জীবনের ঝুঁকি নিতেও পিছপা হয় না। ভিডিয়োটিতে এক ব্যক্তি স্টান্টের নামে এমন কিছু করলেন , যা দেখে আপনি অবাক হবেন। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন ব্যক্তি একটি উঁচু বিল্ডিংয়ের ছাদে রেলিংয়ে বসে আছেন। আর এক একজন ব্যক্তি ক্যামেরায় তার স্টান্ট করার ভিডিয়োটি তুলবেন বলে প্রস্তুত। রেলিং থেকে প্রায় 10 ফুট দূরে একটি লোহার রড রয়েছে। হঠাৎ আপনি দেখতে পাবেন, লোকটি রেলিং থেকে ঝাঁপ দিয়ে রডটি ধরার চেষ্টা করে। কিন্তু যখনই লোকটি ঝাঁপ দিয়ে রড়টি ধরার চেষ্টা করবে, তখনই তা দেখে আপনার চোখ কপালে উঠবে। অবশেষে আপনি দেখতে পাবেন, লোকটি রডটি ধরে স্লাইড করে নিচে নেমে যায়। বিরাট বিপদের মুখ থেকে ফিরে আসে।
ভিডিয়োটি @parkour_tribe পেজে ইন্সটাতে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত অনেক লাইক আর শেয়ার হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োটিতে। এই ভিডিয়োটিতে এখনও পর্যন্ত 2,600 টিরও বেশি লাইক হয়েছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “এটা বোকামি ছাড়া আর কিছুই না।” অন্যদিকে আরেক ব্যবহারকারী লিখেছেন, “ভাইরাল হওয়ার জন্য মানুষ আর কত কী করবে সেটাই দেখার।”