Viral Video: পাস্তা খেয়েই কোটি কোটি টাকা আয়, পোস্ট প্রতি লাখ টাকা পকেটে ভরে এই যুবক

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Oct 10, 2023 | 3:51 PM

Latest Viral Video: এখন টিকটকে তার এক কোটিরও বেশি ফলোয়ার রয়েছে। আর তা থেকেই তিনি প্রচুর টাকা আয় করেন। সম্প্রতি তিনি চিংড়ি মাছ দিয়ে পাস্তা তৈরি করে, তার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

Viral Video: পাস্তা খেয়েই কোটি কোটি টাকা আয়, পোস্ট প্রতি লাখ টাকা পকেটে ভরে এই যুবক

Follow Us

সোশ্যাল মিডিয়ার যুগে ভিডিয়ো করে প্রচুর টাকা ইনকাম করেন অনেক মানুষ। এমনকি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেও বহু মানুষ লাখ লাখ টাকা আয় করেন। তবে আপনি কি এমন কখনও শুনেছেন যে, কেউ শুধু পাস্তা বানিয়েই কোটিপতি হয়েছেন? শুনেই চমকে গেলেন তো? আদতেই এমনটা হয়। বিভিন্ন রকম পাস্তা বানিয়ে খেয়ে প্রচুর টাকা আয় করেন সোশ্যাল মিডিয়া থেকে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, জিয়ানলুকা 2019 সালে TikTok-এ তার প্রথম ভিডিয়ো শেয়ার করেছিলেন, যেখানে তাকে পাস্তা বানাতে দেখা গিয়েছে। তখন তিনি কলেজে পড়তেন এবং তার সঙ্গে সঙ্গে বাবার রেস্টুরেন্টে কাজও করতেন। তিনি জানান, প্রথমে তিনি রসুন এবং টমেটো ব্যবহার করে এক ধরনের পাস্তা তৈরি করেছিলেন, যা লোকেরা খুব পছন্দ করেছিল। এরপর তিনি এই কাজ শুরু করেন। বিভিন্ন স্টাইলে পাস্তা তৈরি করতে শুরু করেন এবং ভিডিয়োগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে শুরু করেন। তারপরে সেই সব ভিডিয়ো লক্ষ লক্ষ ভিউ পেতে শুরু করে। বর্তমানে তিনি তার একটি পোস্ট থেকে এক লাখেরও বেশি টাকা আয় করেন।


রিপোর্ট অনুসারে, এখন টিকটকে তার এক কোটিরও বেশি ফলোয়ার রয়েছে। আর তা থেকেই তিনি প্রচুর টাকা আয় করেন। সম্প্রতি তিনি চিংড়ি মাছ দিয়ে পাস্তা তৈরি করে, তার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর সেই ভিডিয়োই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত প্রচুর লাইক আর শেয়ার হয়েছে।