লক্ষ্মী ভাণ্ডার বলুন আর পিগি ব্যাঙ্ক, যা-ই নাম দিন না কেন আসল উদ্দ্যেশ্য টাকা জমানো। অনেকের বাড়িতেই একটা না একটা ভাঁড় থাকেই টাকা জমানোর জন্য। তার অনেক ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। কেউ কোথাও ঘুরতে যাওয়ার জন্য ভাঁড়ে টাকা জমাতে থাকেন। এমনকি সেই ভাণ্ডারে এত টাকা জমিয়ে ফেলেন, যা দিয়ে পছন্দের জিনিস থেকে শুরু করে ঘুরতে যাওয়া সবই করে ফেলেন। কিন্তু এই সব কিছু মাঝে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। কোনও ভান্ডার নয়, বরং এক ব্যক্তি টাকা জমিয়েছেন গ্যাস সিলিন্ডারে। শুনেই চমকে উঠলেন তো? দেখে নিন ভিডিয়োয় কী দেখা যাচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক ব্যক্তি একটি এলপিজি সিলিন্ডারকে পিগি ব্যাঙ্কে পরিণত করেছিলেন। তিনি তাতে কয়েন রাখলেন এবং সিলিন্ডার কেটে খুলতেই কয়েনের পাহাড় জমে গিয়েছে। একজন ব্যক্তি প্রথমে সিলিন্ডারের উপরের অংশ কাটলেন। তারপরে দেখা যাবে সিলিন্ডারটি পুরো 10 টাকার কয়েনে ভরা। তারপরে সেটি মেঝেতে ঢালতেই পাহারের মতো কয়েন জমা হয়ে যায়। আর এই ভিডিয়ো দেখে আপনার চোখ কপালে উঠবে।
এই ভিডিয়োটি 31 অক্টোবর ইনস্টাগ্রাম হ্যান্ডেল @tusharghongade1234 থেকে পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত 70.8 মিলিয়ন (7 কোটিরও বেশি) ভিউ এবং 26 লাখ লাইক পেয়েছে। এছাড়া তিন হাজারের বেশি মানুষ এতে কমেন্ট করেছেন। এক ব্যক্তি কমেন্ট করেছেন, “আমার জানতে ইচ্ছে করছে, এই ব্যক্তি এতে ঠিক কত টাকা জমিয়েছেন।”