Viral Post Today: যে হারে গরম পড়েছে, তাতে প্রাণ ওষ্টাগত হওয়ার জোগাড়। তাপমাত্রার পারদ 42 ডিগ্রি ছাড়িয়েছে। মানুষ কুলার, এসি কিনছে। কিন্তু সবার পক্ষে এত টাকা খরচ করে এসি বা কুলার কেনা সম্ভব নয়। তাই একটি ছোট্ট টেবিল ফ্যানকেই কুলার বানিয়ে ফেললেন এক ব্যক্তি। সোশ্যাল মিডিয়ার যুগে কত প্রতিভাই না সামনে আসে। তার মধ্য়ে এই প্রতিভাটাও বেশ প্রশংসনীয়। একটি বস্তা, টুল আর টেবিল ফ্যান দিয়ে কীভাবে যে কুলার বানানো যায়, তা ছবিটি দেখলেই বুঝতে পারবেন। ফেসবুকে শেয়ার করার পর থেকেই এই অভিনব কুলার বহু মানুষের নজর কেড়েছে। কোনও খরচ ছাড়াই ঘরে ঠান্ডা হাওয়া দেবে এই কুলার।
ছবিটি দেখে আপনিও ভাববেন যে, এই কুলার তৈরি করা খুবই সহজ। এ জন্য তিনি একটি প্লাস্টিকের বোতল, বাতের ব্যাগ ও বস্তা ব্যবহার করেছেন। শুনেই চমকে উঠছেন তো? ছবিটি দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি প্লাস্টিকের টুলকে উল্টো করে রাখা হয়েছে। আর তার ভিতর রয়েছে একটি সাদা রঙের ছোট টেবিল ফ্যান। টুলের চারিদিক বস্তা দিয়ে ঘেরা। একটি পাইপ জলের বোতলের সঙ্গে জুড়ে ফ্যানের মধ্যে দেওয়া। ব্যাস! চললেই ঠান্ডা হাওয়া দেবে। আপনি একবার চেষ্টা করে দেখবেন নাকি?
এই কুলারের ছবিটি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত 19 হাজারের বেশি লাইক, 2 হাজারের বেশি শেয়ার হয়েছে। প্রচুর মানুষ কমেন্ট করেছেন এই পোস্টে। কেউ বলেছেন, “এই ধরনের প্রতিভা একমাত্র ভারতেই সম্ভব।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “দুর্দান্ত ভাবনা। যদি সত্যিই ঠান্ডা হাওয়া দেয়, তাহলে আপনি সার্থক।”