Viral Video: গলায় সুরের জাদু আর অভিনেতাদের মিমিক্রি, সবার মন জয় করে নিল মহারাষ্ট্রের এই চা বিক্রেতা

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jan 14, 2023 | 12:21 PM

Tea Seller Viral Video: মহারাষ্ট্রের অমরাবতীতে দেখা মিলল এক চা বিক্রেতার (Tea Seller)। নাম সাগর শ্রীবাস্তব (Sagar Srivastava)। তাঁর যেমন গানের গলা, তেমন বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের গলা হুবহু নকল করার ক্ষমতা।

Viral Video: গলায় সুরের জাদু আর অভিনেতাদের মিমিক্রি, সবার মন জয় করে নিল মহারাষ্ট্রের এই চা বিক্রেতা

Follow Us

Latest Viral Video: ভারতে সত্যিই প্রতিভার শেষ নেই। তবে অনেক ক্ষেত্রেই উপযুক্ত মঞ্চের অভাবে অচিরেই হারিয়ে যায় অনেক প্রতিভাই। কয়েকদিন আগেই মহারাষ্ট্রের অমরাবতীতে দেখা মিলল এক চা বিক্রেতার (Tea Seller)। নাম সাগর শ্রীবাস্তব (Sagar Srivastava)। তাঁর যেমন গানের গলা, তেমন বলিউডের তাবড় তাবড় অভিনেতাদের গলা হুবহু নকল করার ক্ষমতা। বলিউডের ফিল্মি পর্দায় সুযোগ পেতে চান তিনি। কিন্তু সাধ থাকলেও সাধ্য নেই। তবে সে নিয়ে বিরাট আক্ষেপও নেই। দোকানে চা খেতে আসা মানুদের সঙ্গে এরকমই নানা অভিনেতার গলায় কথা বলেন আর গান শোনান তিনি। গরম চায়ে চুমুকের সঙ্গে বেশ আনন্দ পান ক্রেতারাও। এমনই কোনও এক ক্রেতা সোশ্যাল মিডিয়ার (Social Media) সাহায্যে সামনে আনলেন এই প্রতিভাকে।

ভাইরাল হওয়া ভিডিয়োয় (Viral Video) দেখা যাচ্ছে মহারাষ্ট্রের অমরাবতীর একজন চা বিক্রেতা সাগর শ্রীবাস্তব বিখ্যাত বলিউড অভিনেতা যেমন অমিতাভ বচ্চন, সলমান খান , ঋত্বিক রোশনকে নকল করেছেন। অবিকল তাদের গলার আওয়াজকে তুলে ধরেছেন। এই ভিডিয়োয় তাকে গান গাইতেও দেখা গিয়েছে। ভিডিয়োয় তাকে কুমার সানুর ‘ধীরে ধীরে সে মেরি জিন্দেগি মে আনা’ বিখ্যাত গানটি গাইতে শোনা গিয়েছে। শুধু তাই নয়, তার এই মুগ্ধ করা গানের গলা নেটিজ়েনদের একাংশের মন জয় করেছে।

ইনস্টাগ্রামে অভিনব জেসওয়ানি নামের এক ইনস্টাগ্রাম ব্য়বহারকারী ভিডিয়োটি করেছেন। ভিডিয়োটির ক্যাপশনে তিনি লিখেছেন “ভারতে সবচেয়ে প্রতিভাবান চা ওয়ালা। আসুন এই ভিডিয়োটি শেয়ার করি এবং সাগর ভাইয়ের বলিউডে যাওয়ার ইচ্ছা পূরণ করি।” শেয়ার হওয়ার পর থেকেই ভিডিয়োটি হু-হু করে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে 13 হাজারেরও বেশি ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। একজন ব্য়বহারকারী কমেন্ট করেছেন,”তার কণ্ঠস্বর তার বলিউডে যাওয়ার স্বপ্নকে সত্যি করুক।” কেউ বলেছেন, “অসাধারণ গানের গলা।” কেউ আবার লিখেছেন, “আমি প্রতিভা দেখে মুগ্ধ। ভিডিয়োটি প্রচুর শেয়ার করা হোক।” তৃতীয় এক ব্যক্তি কমেন্ট করেছেন, “আমাদের দেশে প্রতিভার কোনও শেষ নেই।”

Next Article