Latest Viral Post: বর্তমানে অনেকেই অনলাইনে জিনিস অর্ডার করে। ওষুধ থেকে শুরু করে ঘরের জিনিস পত্র, পোশাক থেকে শুরু করে সবজি, ফলমূল এবং পিৎজা সব কিছুই অলাইনেই অর্ডার করা হয়। বিভিন্ন খাবার ডেলিভারি অ্য়াপও রয়েছে যাতে আপনি বাড়িতে বলেই খাবার অর্ডার করতে পারেন। যদিও কখনও কখনও এমন অনেক খবর ভাইরাল হয়, যেখানে কখনও খাবার কম আসে তো আবার কখনও ভুল খাবার আসে। অর্থাৎ যা আপনি অর্ডারই করেননি, সেই খাবার এসে গিয়েছে। কিন্তু অর্ডার পাওয়ার পর কখনও কি মনে আশঙ্কা নিয়ে সবজির ওজন বা পিৎজার মাপ মেপে দেখেছেন? যদি না করে থাকেন, তাহলে একবার করেই দেখতে পারেন। এমনই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়েছে, যেখানে একটি মহিলা পিৎজার (Pizza) মাপ মেপে দেখেছেন, সেটি ছোট এসেছে। অর্থাৎ তিনি 10 ইঞ্চি পিৎজা অর্ডার করেছিলেন। আর তার কাছে যে পিৎজাটি এসেছে তা 2 ইঞ্চি ছোট।
আপনিও একবার মেপে দেখতেই পারেন। ভাইরাল হওয়া ছবিতে দেখা যাচ্ছে, একটি চিজ় পিৎজার উপর ইঞ্চি টেপ রাখা আছে। আর তাতে দেখা যাচ্ছে, পিৎজাটির মাপ 8 ইঞ্চি। কিন্তু যিনি পোস্ট করেছেন তিনি একটি 10 ইঞ্চি পিৎজা অর্ডার করেছিলেন। ডেলিভারি আসার পর দেখেন তাকে ছোট দেওয়া হয়েছে। পোস্টের ক্যাপশনে লিখেছেন, “আমি একটি 10 ইঞ্চি পিৎজা অর্ডার করেছিলাম। কিন্তু তারা আমাকে 8 ইঞ্চির পিৎজা দিয়েছে।” এবার থেকে আপনিও মেপে দেখুন। নাহলে দিনের পর দিন বড় পিৎজার টাকা দিয়ে ছোট পিৎজা খেয়ে আসেন, আর জানতেও পারেন না।
Ordered a 10 inch pizza they sent me an 8 inch ??? pic.twitter.com/AbWQlCndn1
— Big Paratha (@shubhibhatia03) April 8, 2023
এই ছবিটি মাইক্রো-ব্লগিং প্ল্যাটফর্ম টুইটারে শুভি ভাটিয়া (@shubhibhatia03) নামের একটি ব্যবহারকারী পোস্ট করেছেন। এখনও পর্যন্ত পোস্টটিতে 89 হাজারের বেশি ভিউ ও প্রায় এক হাজার লাইক হয়েছে। এমনভাবে পিৎজা মাপা দেখে অনেকে অনেক মজার কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “ইঞ্চি টেপকে যে এভাবেও ব্যবহার করা যেতে পারে, তা কখনও ভেবে দেখিনি।” আরও এক ব্যক্তি মজার ছলে বলেছেন, “দোকানদারও জানতেন না যে, অনলাইনে ডেলিভারি করার পরে পিৎজার সঙ্গে এমন কিছু হতে পারে।”