Viral Video: তার গতিবিধি ট্র্যাক করতে উড়ল ড্রোন, গোলরক্ষকের মতো মুখে করে তা নামাল বিরক্ত অ্যালিগেটর

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Dec 22, 2022 | 10:27 AM

Viral Video Today: একটি ভিডিয়ো সম্প্রতি খুব ভাইরাল হয়েছে। সেখানে ড্রোনের সাহায্যে একটি অ্যালিগেটরের ভিডিয়ো ক্যাপচার করার চেষ্টা চলছে। কিন্তু তারপর যা ঘটল, তা সত্যিই যেন অপ্রত্যাশিত থ্রিলার মুভির চিত্রনাট্যের মতো।

Viral Video: তার গতিবিধি ট্র্যাক করতে উড়ল ড্রোন, গোলরক্ষকের মতো মুখে করে তা নামাল বিরক্ত অ্যালিগেটর
সত্যিই যেন অপ্রত্যাশিত থ্রিলার মুভির চিত্রনাট্যের মতো।

Follow Us

একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফারের কাজটি খুব গ্ল্যামারাস মনে হতে পারে! কিন্তু তা যে কতটা কঠিন তা বোঝা বড্ড কঠিন। বন্যপ্রাণীর নিখুঁত শট তুলতে ঘণ্টার পর ঘণ্টা কোনও এক জায়গায় কাটিয়ে দিতে পারেন ফটোগ্রাফাররা। কখনও কোনও জলাশয়ে, কখনও আবার বরফে মোড়া পাহাড়ে চলে যান তাঁরা মনপসন্দ ছবি ক্লিক করতে। একটি ভিডিয়ো সম্প্রতি খুব ভাইরাল হয়েছে। সেখানে ড্রোনের সাহায্যে একটি অ্যালিগেটরের ভিডিয়ো ক্যাপচার করার চেষ্টা চলছে। কিন্তু তারপর যা ঘটল, তা সত্যিই যেন অপ্রত্যাশিত থ্রিলার মুভির চিত্রনাট্যের মতো।


টুইটারে শেয়ার করা ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, জলাশয়ের সামান্য উপরে একটি ড্রোন উড়ছে। আর সেই ড্রোনটি উঁকি মেরে দেখছে একটি অ্যালিগেটর। আসলে সরীসৃপটির গতিবিধ ট্র্যাক করার জন্যই ড্রোন ওড়ানো হয়েছিল। সেই অ্যালিগেটরই যে এমন কাণ্ড ঘটিয়ে বসবে, তা আর কে জানত!

এভাবেই বেশ কিছু ড্রোনটি ওই অ্যালিগেটরের গতিবিধি ট্র্যাক করে। তারপর হুট করেই ওই অ্যালিগেটরটি শূন্যে মুখ বের করে ড্রোনটি ছিনিয়ে নেয়, ঠিক যেন অভিজ্ঞ একটা গোলরক্ষকের মতোই কাণ্ড ঘটিয়ে বসল সরীসৃপটি।

টুইটারে ‘হাও থিংস ওয়ার্ক’ নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। প্রায় এক মিলিয়নেরও বেশি ভিউ হয়েছে এই ভিডিয়োর। ভিডিয়োর কমেন্ট সেকশনে কেউ কেউ বলেছেন যে, ড্রোনের শব্দে অ্যালিগেটরটি বেজায় চটেছিল। কেউ আবার এ-ও যোগ করেছেন, ড্রোনটির ওই অ্যালিগেটরের থেকে অনেকটাই দূরত্ব বজায় রাখা উচিত ছিল।

Next Article