Viral Video: বাচ্চা ডায়নোসররা ঘুরে বেড়াচ্ছে সমুদ্রতটে! তাহলে কি জুরাসিক পার্কের গল্প সত্যি… দেখুন ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

May 09, 2022 | 9:56 AM

Viral Video: এই আজব দেখতে প্রাণীগুলি আসলে কী? টুইটারে ভাইরাল হওয়া ১৪ সেকেন্ডের এই ভিডিয়ো ক্লিপ এখন নেটিজ়েনদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। 

Viral Video: বাচ্চা ডায়নোসররা ঘুরে বেড়াচ্ছে সমুদ্রতটে! তাহলে কি জুরাসিক পার্কের গল্প সত্যি... দেখুন ভিডিয়ো
এই ছবি দেখেই চমকে গিয়েছেন সকলে।

Follow Us

সম্প্রতি এমন একটি ভিডিয়ো নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে যা একঝলক দেখে নেটিজ়েনদের অনেকেই বলছেন, তাহলে কি জুরাসিক পার্কের ঘটনা সত্যি? কারণ এই ভাইরাল ভিডিয়ো একবার দেখলে আপনারও মনে হতে পারে যে সমুদ্রতটে ঘুরে বেড়াচ্ছে অসংখ্য ডায়নোসর। লম্বা গলা, বেশ মোটাসোটা দৈহিক গঠনের এই প্রাণীগুলি দেখতে অনেকটা ডায়নোসরের একটি প্রজাতি sauropods- এর মতো। তবে তফাৎ একটাই যে এরা আসল sauropods- এর তুলনায় আকার আয়তনে অনেকটাই ছোট। কিন্তু চেহারা এবং গড়নে রয়েছে অনেক মিল। এদের দেখে ডায়নোসর মনে হওয়ার যথেষ্ট সঙ্গত কারণ রয়েছে। কিন্তু সমুদ্রতটে ডায়নোসর কোথা থেকে আসবে? তারা তো বহুদিন আগেই পৃথিবী থেকে লুপ্ত হয়েছে… তাহলে এরা কারা? এই প্রশ্নই ঘুরছে নেটিজ়েনদের মনে।

দেখুন সেই ভাইরাল ভিডিয়ো

প্রসঙ্গত উল্লেখ্য, sauropods হল বড় আকৃতির ডায়নোসর। এদের ওজন ৬২ টন পর্যন্ত হতে পারে। আর উচ্চতা প্রায় চারতলা বিল্ডিংয়ের সমান হতে পারে। কিন্তু যে প্রাণীদের সমুদ্রতটে দেখা গিয়েছে, তারা আকার, আয়তন এবং উচ্চতায় সবদিক থেকে sauropods- এর তুলনায় অনেকটাই ছোট। অতএব sauropods- রা যে ফিরে আসেনি তা স্পষ্ট। আর সেটা তো সম্ভবও নয়। বলা ভাল যে ডায়নোসরের কোনও প্রজাতিরই ফিরে আসা বোধহয় সম্ভব নয়। তাহলে এই আজব দেখতে প্রাণীগুলি আসলে কী? টুইটারে ভাইরাল হওয়া ১৪ সেকেন্ডের এই ভিডিয়ো ক্লিপ এখন নেটিজ়েনদের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

একটু ভাল করে নজর করার পর দেখা গিয়েছে যে এই ভিডিয়োতে আসলে দেখা গিয়েছে coatis নামে এক বিশেষ ধরনের প্রাণীকে। ছোটো আকৃতির এই স্তন্যপায়ী প্রাণীরাই ঘুরে বেড়াচ্ছিল সমুদ্রতটে। জানা গিয়েছে দক্ষিণ এবং মধ্য আমেরিকার পাশাপাশি মেক্সিকো এবং দক্ষিণ পশ্চিম যুক্তরাজ্যগুলির বাসিন্দা এই coatis নামের প্রাণীরা। সমুদ্রের পাড়ে উল্টো দিকে দৌড়াচ্ছিল তারা। এই প্রাণীর লেজের আকৃতি বেশ বড়। সম্ভবত সেই লেজ উঁচিয়েই সমুদ্রতটে ঘোরাঘুরি করছিল এই coatis প্রাণীরা। আর তা দেখেই ডায়নোসর ভেবে ভুল করেছেন সকলে। ইতিমধ্যেই টুইটারে ওই ভাইরাল ভিডিয়োর ভিউ হয়েছে ১৩.৩ মিলিয়নের বেশি। এর পাশাপাশি তিন লক্ষের বেশি মানুষ লাইক করেছেন এই ভিডিয়ো।

নেটিজ়েনরা ভেবেছিলেন নির্ঘাত ডায়নোসর বা ওই জাতীয় কোনও প্রাণী দেখা গিয়েছে। তবে শেষ পর্যন্ত সামনে এসেছে আসল ঘটনা। স্যান ডিয়োগো জু ওয়াইল্ডলাইফ অ্যালিয়ান্স জানিয়েছে এই coatis প্রাণীরা আসলে সুবিধাবাদী সর্বভুক। ফলমূলের পাশাপাশি পোকামাকড়ও খায় এই coatis- রা। অনেকটা বড় আকারের বিড়ালের মতো ওজন এই প্রাণীরা। তবে দেখতে এই প্রাণী কুকুর, বাঁদর এবং raccoon- এর মাঝামাঝি একটি পর্যায়ের। বিভিন্ন ধরনের পোকামাকড় এদের বেশ প্রিয় খাবার।

Next Article