Latest Viral Video: প্রযুক্তি যে ভাবে উন্নত হচ্ছে, বিশ্বকে তা অন্য এক জায়গায় পৌঁছে দিতে চলেছে। এই বিশ্বেই প্রযুক্তি যে আর কী চমক দেখাবে, তা সত্যিই ছাপোষা সাধারণ মানুষের ধারণার বাইরে। প্রযুক্তির তেমনই একটা উদ্ভাবন হল, সাইকেলের বর্গাকার চাকা (Square Wheels)। হ্যাঁ, ঠিকই শুনছেন। এখন এমনই এক সাইকেল বাজারে এসে গিয়েছে, যা বৃত্তাকার চাকার পরিবর্তে বর্গাকার চাকায় চলছে। সের্গি গর্ডিয়েভ (Sergii Gordieiev) নামের এক ইঞ্জিনিয়ার অনন্য সেই সাইকেলের (Bicycle) মডেলটি নিয়ে হাজির হয়েছেন। তিনি সবথেকে পরিচিত তাঁর ইউটিউব চ্যানেল Q-র জন্য। সেখানে নানাবিধ উদ্ভাবনী এবং প্রযুক্তি-ভিত্তিক ভিডিয়ো শেয়ার করা হয়। সের্গিয়ের সাম্প্রতিকতম এই প্রযুক্তি নেটপাড়ার লোকজনকে হতবাক করে দিয়েছে। ব্যাপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
টুইটারে Massimo নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, Q-এর সহযোগী সদস্যরা এক্কেবারে নতুন ধরনের একটি সাইকেলের সঙ্গে বিশ্ববাসীর পরিচয় করাচ্ছেন, যাতে কোনও গোলাকার চাকা নেই। চৌকো চাকাতেই সেই সাইকেলটি চলছে, দ্রুত বাঁকও নিচ্ছে। সেটি চালাতে গিয়ে চালককে এক ফোঁটাও সমস্যার মুখে পড়তে হচ্ছে না। টুইটারে ওই পোস্টে লেখা হয়েছে, “Q কীভাবে এই বাইকটি তৈরি করেছে, যা সম্পূর্ণরূপে বর্গাকার চাকার (বাঁকও নিতে পারে) সাহায্যে রাস্তায় চলছে।”
How The Q created a bike with fully working square wheels (capable of making turns)
[full video: https://t.co/wWdmmzRQY3]pic.twitter.com/bTIWpYvbG1
— Massimo (@Rainmaker1973) April 11, 2023
গানে আছে, সাইকেলের দুই দিক চাকা, মধ্যে ফাঁকা। এই সাইকেলের ক্ষেত্রেও বিষয়টি তা-ই। চমকপ্রদ ভিডিয়োতে প্রথমে যখন সাইকেলের উপরের ভাগটি নজরে এল, তা আর পাঁচটা সাইকেলের মতোই এক্কেবারে সাধারণ দেখাল। কিন্তু যখন তার চাকায় নজর ঘুরল, তখন দেখা গেল তাতে গোলাকার নয়, বর্গাকার চাকা রয়েছে। বিষয়টি আরও অবিশ্বাস্যকর ঠেকে যখন ওই Q টিমের এক সদস্য তাতে চড়েন এবং চৌকো চাকার সাইকেলটি প্যাডেল করে চালাতে শুরু করেন।
এই পরীক্ষামূলক সাইকেলের পুরো ভিডিওটি Q তাদের ইউটিউব চ্যানেলেও শেয়ার করেছে। সেখানে দেখা গিয়েছে, ধাতুর খুঁটিগুলিকে যুক্ত করে গবেষণা দলটি একটি বর্গক্ষেত্র তৈরি করে। তারপর সেই চাকায় স্পোক যোগ করা হয়, কেবল মডেলটিকে সুন্দর করার জন্য। তারপরে সেটিকে সাধারণ বাইকের ফ্রেম চাকার সঙ্গে যুক্ত করা হয়।
টুইটার ভিডিয়োটি বহু মানুষের নজর কেড়ে নিয়েছিল। বহু মানুষ কমেন্টও করেছেন এই ভিডিয়ো দেখার পর। তাঁদের একজন বলছেন, “100 বছর আগে আমাদের এয়ারশিপ এবং বৈদ্যুতিক গাড়ি ছিল। আজ আমাদের কাছে এইটা আছে।” আর একজন যোগ করলেন, “এলিয়েনরা এই ভিডিয়োতে সাইকেলটিকে অন্য গ্রহে যেতে দেখছে।” তৃতীয় জন যোগ করলেন, “অবাক করে দিল ভিডিয়োটা। যেভাবে বাঁক নিল, তাতে আমি সত্যিই হতবাক হয়ে যাই।”