Black Mamba: বছরের একটা মাত্র দিন। বড়দিন মানেই আলাদা একটা উন্মাদনা। বিশ্বের প্রায় সর্বত্রই অত্যন্ত সাড়ম্বরে পালিত হয় বিশেষ দিনটা। তবে, যিশুর জন্মদিন উদযাপনের কয়েক প্রহর আগে দক্ষিণ আফ্রিকার একটি পরিবারের জন্য ভয়ঙ্কর এক মুহূর্ত হাজির হয়েছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন পরিবারগুলি যেমন এই দিনটা নিজেদের মনমর্জিমাফিক ডেকোরেট করেন, আফ্রিকান পরিবারটিও তার সবই করেছিল। ক্রিসমাস ট্রি, ঝলমলে আলো সেই বাড়িটিও সাজানো হয়েছিল, সবকিছু দিয়েই। এই দিনেই তো মানুষজন অপেক্ষা করে থাকেন, কখন তাঁদের প্রিয় সান্তাবুড়ো উপহারের ডালি সাজিয়ে হাজির হবেন। কিন্তু দক্ষিণ আফ্রিকান পরিবারটির সঙ্গে অন্য কিছুই ঘটে গেল। আড়ম্বরপূর্ণ ক্রিসমাস ইভের প্রাক্কালে সেই বাড়িতেই ক্রিসমাস ট্রি-র ঠিক পিছন থেকে উদ্ধার হল বিশ্বের সবথেকে বিষাক্ত ব্ল্যাক মাম্বা সাপ।
ক্রিসমাস ট্রি-র ঠিক পিছনে ঘাপটি মেরে লুকিয়ে ছিল ওই বিশালাকার ব্ল্যাক মাম্বা। আফ্রিকান পরিবারটি ক্রিসমাস সেলিব্রেশনে প্রায় তৈরি তখন, সেই মুহূর্তেই তাঁদের নজরে আসে আর্টিফিশিয়াল গাছটির পিছন থেকে উঁকি মারছে একটি সাপ। স্বাভাবিকভাবেই এমন আনন্দের দিনে তাঁরা খানিক থতমত খেয়ে যান। রিস্ক না নিয়ে প্রফেশনাল স্নেক ক্যাচারকে ফোন করেন। তারপর সেই সাপ উদ্ধারকারী সাপটিকে উদ্ধার করার পরেই ফেসবুকে একটি ছবি পোস্ট করেন। ক্রিসমাসে সান্তা কী ভয়ানক উপহারও নিয়ে আসতে পারে, তার এক ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দেখান স্নেক ক্যাচার নিক ইভ্যান্স।
ফেসবুকে তিনি লিখছেন, “বাগানের মালি বিরক্ত করছিল বলে সাপটি বাড়ির ভিতরে ঢুকে গিয়েছিল। দরজা খোলা দেখতে পেয়েই সে টুকটুক করে ঘরের ভিতরে ঢুকে যায়। সেখান থেকে একটি ক্রিসমাস ট্রি-তে কিছুক্ষণ ও তারপরে উপরে একটি ছোট্ট সেল্ফে গিয়ে বসে সে। আমি যখন গেলাম, তখন দেখলাম ও নীচে নেমে এল এবং নীচে স্পিকারের পাশে লুকিয়ে পড়ল।”
সাপটি ধরে এবং তার ব্যাকড্রপে ক্রিসমাস ট্রি রেখে নিক ইভ্যান্স ছবিটি পোস্ট করেন। লিখলেন, “ও যদি আমার জন্য আর কিছুক্ষণ ওই গাছেই অপেক্ষা করত, তাহলে ভাল হত। আরও ভাল কিছু ছবি পেতাম। আমি ওকে যেখান থেকে উদ্ধার করি, সেখানে একগুচ্ছ তারের মধ্যে লুকিয়ে ছিল সে। তারপরে লাউন্জ ফ্লোরে রেখে ওকে পিন ডাউন করি। সাপটি প্রায় 2.1 মিটার লম্বা, তার লেজের একটা অংশ নেই। ভয়ঙ্কর হলেও সাপটি আমার জন্য বেশ স্বস্তিদায়কই ছিল।”
বড়দিনে সিক্রেট সান্তার খোঁজ করতে গিয়ে এই বিরাট ব্ল্যাক মাম্বাটি দেখে পরিবারটি হতচকিত হয়ে গিয়েছিল। সাপটিকে দেখার পরে পরিবারের সদস্যদের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে নিক ইভ্যান্স যোগ করলেন, “আপনি ঠিক যতটা কল্পনা করতে পারছেন, তার থেকেও কয়েকগুন বেশি হতবাক হয়েছিল পরিবারটি। আমিও বহু দিন পর একটা মাম্বা খুঁজে পেলাম, মজাদার জায়গা থেকে উদ্ধার করলাম। আমি নিশ্চিত যে, আপনাদের মধ্যে অনেকেই এই দৃশ্যটি নিয়ে রসিকতার কথা ভেবেছেন।”