Viral Video Today: রাখে হরি তো মারে কে! মৃত্যুর মুখ থেকেও যে ফিরে আসা যায়, তা ভাইরাল হওয়া একটি ভিডিয়োয় স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিয়োই ভাইরাল হয়। কিন্তু সম্প্রতি এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনি অবাক হবেন। ফ্লোরিডায় এক ব্যক্তিকে মাঝ সমুদ্রে এমন অবস্থায় উদ্ধার করে হয়েছে, তা দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য। সাগরে ডুবে থাকা নৌকায় বসা এক ব্যক্তিকে 35 ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। আটলান্টিক মহাসাগরে, ফ্লোরিডার উপকূল থেকে প্রায় 12 মাইল (22 কিমি) দূরে, সেই ব্যক্তির নৌকা প্রায় অর্ধেক জলে ভরে গিয়েছিল এবং তিনি কোনওভাবে ভাসছিলেন। এক কথায় বলতে গেলে, জীবন-মৃত্যুর মধ্যে লড়াই চালাচ্ছিলেন। সেই সময় তাকে উদ্ধার করা হয়। ভিডিয়োটি দেখুন একবার।
ব্যক্তির নাম চার্লস গ্রেগরি। তিনি ভোরবেলা সেন্ট অগাস্টিনের উপকূলে একটি নৌকায় মাছ ধরতে গিয়েছিলেন। হঠাৎ সাগরে ঢেউ বাড়তে থাকলে, তার 12 ফুটের হালকা নৌকাটি ধাক্কা খেয়ে জলে পড়ে যায়। গ্রেগরি আবার তার নৌকায় ফিরে আসতে পারেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, সমুদ্রের মাঝখানে জলের ঢেউয়ের মধ্যে জীবনের জন্য লড়ছেন গ্রেগরি। নৌকার অর্ধেকের বেশি জলে ভরা। সাগরের ঢেউ নৌকাটিকে যে কোনও সময় ডুবিয়ে দেবে। তারপর সেখানে একটি উদ্ধারকারী দল আসে। একটি বড় জাহাজ নিয়ে সেখানে পৌঁছায়। কিছুক্ষণের মধ্যে, সেই ব্যক্তিকে অবশেষে উদ্ধার করে একটি বড় নৌকায় বসিয়ে তীরে ফিরিয়ে আনা হয়।
#FinalUpdate @USCG crews rescued 25YO Charles Gregory, Saturday, after he went missing on a 12-foot jon boat, 12 miles offshore of #StAugustine, #Florida.
Press release: https://t.co/OGaPL6S6nS#USCG #CoastGuard #SAR pic.twitter.com/WezyZHEXB8
— USCGSoutheast (@USCGSoutheast) August 5, 2023
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, চার্লস গ্রেগরির বাবা জানিয়েছেন, তাঁর ছেলে বেঁচে থাকার জন্য 35 ঘন্টা জলে লড়াই চালিয়েছেন। সেই সময়ে তিনি শুধু হাঙরই দেখেননি, জেলিফিশের মুখোমুখিও হয়েছেন। ইউএস কোস্ট গার্ডের মতে, চার্লসকে একটি বিমান ক্রু উপকূল থেকে প্রায় 12 মাইল দূরে দেখা গিয়েছিল। তারপরে তাকে আটলান্টিক মহাসাগর থেকে উদ্ধার করা হয়।