Latest Viral Video: এশিয়া কাপ হোক বা বিশ্বকাপ বা পাড়ার টুর্নামেন্ট, এদেশে ক্রিকেট মানেই মানুষের মধ্যে আলাদা একটা উন্মাদনা, আর মানুষ তা দেখবেনও। আমাদের দেশে ক্রিকেট নিয়ে এমনই বাঁধভাঙা উচ্ছ্বাস মানুষের মধ্যে লক্ষ্য করা যায় যে, রাস্তাঘাট, নদী-নালা, একটা ব্যাট আর বল পেলে মানুষ যেখানে খুশি সেখানেই খেলতে শুরু করে দেবেন। সোশ্যাল মিডিয়ায় সম্প্রতি এমনই একটা ভিডিয়ো ভাইরাল হতে দেখা গিয়েছে, যেখানে পুকুরে ক্রিকেট খেলতে দেখা গিয়েছে কয়েকটি ছেলেকে। আর সেই ভিডিয়ো দেখার পর অনেকেই বলেছেন, এশিয়া কাপে যে ভাবে বারবার বৃষ্টি হচ্ছে, এখানেও কিছুটা সেরকমই কাণ্ড।
আইএএস অফিসার অবনীশ শরণ টুইটারে খুব সক্রিয়। তিনি প্রায়ই মজার ভিডিয়ো বা ছবি টুইট করেন। সম্প্রতি তিনি এশিয়া কাপের সঙ্গে তুলনা করে এই ভিডিয়ো পোস্ট করেছেন। ভিডিয়োটির সঙ্গে তিনি ক্যাপশনে লিখেছেন- ‘এশিয়া কাপের সরাসরি সম্প্রচার।’ এশিয়া কাপ নিয়ে আজকাল তুমুল আলোচনা চলছে। বৃষ্টির কারণে প্রথমে ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে পয়েন্ট ভাগাভাগি হয়। পরের ম্যাচের খলনায়ক সেই বৃষ্টির কারণেই একদিনের ম্যাচ দুই দিন পর্যন্ত গড়ায়।
एशिया कप का सीधा प्रसारण. pic.twitter.com/UNFXyltUND
— Awanish Sharan 🇮🇳 (@AwanishSharan) September 10, 2023
কিন্তু এই ছেলেদের মধ্যে যে উদ্যম দেখা যাচ্ছে তা বিস্ময়কর! অবশ্যই, ভিডিয়োটি বিনোদনের দৃষ্টিকোণ থেকে তৈরি করা হয়েছে এবং সেই দিক থেকে দেখতে গেলে তা সফলও। ভিডিয়োর শুরুতে দেখা গিয়েছে, এক যুবকের মাথা জল থেকে বেরিয়ে আসছে এবং অপরপ্রান্তে আর এক যুবক দাঁড়িয়ে আছে। তার কোমর পর্যন্ত জল আছে। সামনের তিনটি উইকেট যেন জলের নিচে চাপা পড়ে গিয়েছে। তারপর এক যুবক, যে ইতিমধ্যেই জলের নীচেই ছিল, ব্যাট নিয়ে বেরিয়ে আসে এবং তারপর চার ও ছক্কা হাঁকাতে থাকে। জলে দাঁড়িয়ে সে ব্যাট দিয়ে একের পর এক সুন্দর সব শট হাঁকাতে থাকে। বেশ কিছুজনকে জলে দাঁড়িয়ে ফিল্ডিংও করতে দেখা যায়।
এই ভিডিয়োটি 4 লক্ষেরও বেশি ভিউ পেয়েছে এবং বহু মানুষ নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন বলেছেন, এশিয়া কাপের ম্যাচগুলো এভাবে দেখতে পাবো, ভাবিনি কখনও। আর একজন যোগ করে বললেন, এই ছেলেটা খুব ভাল ইনিংস খেলেছে। তৃতীয় জন যোগ করে বললেন, এশিয়া কাপের জন্য ভুল ভেন্যু বেছে নেওয়া হয়েছে। একজন বললেন, উইকেটকিপারও মাছ ধরতে পারে।