Viral Video: মালাবদলের সময় বর-কনের পিছনে হঠাৎ আগুন, কনের ভাই যা করল…

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Apr 04, 2023 | 3:37 PM

Wedding Video Viral: এই ভিডিয়োটি প্রিয়াঙ্কা শর্মা নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, "সবাই নিরাপদ। ধন্যবাদ আমার ভাইকে।"

Viral Video: মালাবদলের সময় বর-কনের পিছনে হঠাৎ আগুন, কনের ভাই যা করল...

Follow Us

Latest Viral Video: বোনের বিয়েতে ভাইয়ের বিরাট দায়িত্ব থাকে। সব সময় আচার অনুষ্ঠান ফেলে ছুটতে থাকে বিভিন্ন কাজে। কখনও ফুল আনতে হয়, আবার কখনও চারিদিকে সব কিছু ঠিকভাবে এগিয়ে যাচ্ছে কি না, সেদিকেও নজর রাখতে হয়। বিয়ে চলাকালীনও যেন নিস্তার নেই ভাই বা দাদার। বোনের বিয়ের পুতো দায়িত্বই যেন দাদার বা ভাইয়ের। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া (Social Media) থাকে মজার, আবার এমনও অনেক ভিডিয়ো থাকে যেগুলি দেখলে চোখ কপালে উঠে যায়। এই ভিডিয়োয় বর-কনে যখন তাদের ফটোশুট করতে ব্যস্ত, ঠিক সেই সময়ই মঞ্চে আগুন (Fire) ধরে যায়। এটা দেখে সবাই রীতিমতো ভয় পেয়ে যায়। কিন্তু কনের ভাই সবসময় তৈরি যে কোনও পরিস্থিতিকে সামলে নিতে। আর ঠিক সেই মতোই ভাই যা করল তা দেখে আনন্দে চোখে জল এসেছে অনেক মানুষেরই।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, বর মালা হাতে নিয়ে পোজ় দিচ্ছেন। আর ফটোগ্রাফারও একের পর এক ছবি তুলছে। ঠিক সেই সময়ই স্টেজে আগুন লেগে যায। আর তা দেখে বর-কনে চমকে ওঠে। কেউ এগিয়ে আসার আগেই কনের ভাই এসে বীরের মতো আগুন নিভিয়ে দিল। তাও আবার গায়ের ব্লেজ়ার খুলে তা দিয়ে আগুন নেভাতে শুরু করল। কিন্তু একটা সময় পর বর তাকে তার দিকে টেনে নেয়। এই ভিডিয়োটি দেখলে আপনার এক মহূর্তের জন্য হলেও মনে হবে যে, সত্যিই যেন ভাইরা বা দাদারা থাকে বোনকে সব বিপদ থেকে রক্ষা করার জন্য।

এই ভিডিয়োটি প্রিয়াঙ্কা শর্মা নামের এক ইনস্টাগ্রাম ব্যবহারকারী পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন, “সবাই নিরাপদ। ধন্যবাদ আমার ভাইকে।” এই দৃশ্য অধিকাংশ মানুষের মন জয় করেছে। অনেকে অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “প্রতিটি মেয়ের জীবনে এমন একটি ভাই থাকা উচিত।” আরও একজন লিখেছেন, “ভাইয়ের পাশাপাশি বরেরও প্রশংসা করতে হবে। যিনি কনেকে আগুন থেকে দূরে নিয়ে গেলেন।”

Next Article