কখনও 40-50 তলা কোনও বিল্ডিংয়ের দিকে তাকিয়ে মনে হয়েছে, প্রবল ঝড়ে এর অবস্থা কী হবে? যদি এখন অনেক আকাশচুম্বী অট্টালিকাতেই বিশেষ ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়, যাতে বড় ভূমিকম্পও কোনও ক্ষতি করতে না পারে। এখন প্রায় প্রতিটি শহরে আপনি 40-50 তলা বিল্ডিং পাবেন এবং অনেক শহরে এমনকী 80 এবং 100 তলা বিল্ডিং রয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হচ্ছে, যাতে একটি বিশাল উঁচু বিল্ডিংকে ঝড়ে এদিক থেকে ওদিক দুলতে দেখা যাচ্ছে। ভিডিয়োটি দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।
ঘটনাটি আমেরিকার নিউইয়র্ক শহরের, যেখানে ব্রুকলিন টাওয়ার নামে একটি আকাশচুম্বী বিল্ডিং রয়েছে। নিউইয়র্ক সিটিতে শীতের ঝড়ে ব্রুকলিন টাওয়ারকে এভাবে দুলতে দেখা গিয়েছে। আর সেই টাওয়ারের সামনে অবস্থিত একটি বিল্ডিং থেকে এই ভিডিয়ো করা হয়েছে। ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়েছে। অধিকাংশ নেটিজেন ভিডিয়োয় এভাবে বিল্ডিংটিকে নড়তে দেখে হতবাক। ঝড় থেমে যাওয়ার পরে ব্রুকলিন টাওয়ারের ব্যবস্থাপনা সংস্থা জেডিএস ডেভেলপমেন্ট গ্রুপ সেখানে উপস্থিত হয়েছিল। কোম্পানির মুখপাত্র ভিডিয়োটি শেয়ার করে বলেছেন যে “এই বিল্ডিংটিও সমস্ত উঁচু বিল্ডিংয়ের মতো ডিজাইন করা হয়েছে। তাই ভয় পাওয়ার কিছু নেই। এতে যে প্রযুক্তি রয়েছে, তাতে প্রবল ঝড়েও এই বিল্ডিংয়ের কোনও ক্ষতি হবে না।”
Timelapse of the Brooklyn Tower swaying in last nights 60mph wind gusts #whatisnewyork pic.twitter.com/SNoLzFBIT7
— WhatIsNewYork (@whatisny) January 10, 2024
WhatIsNewYork আইডি দিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ শেয়ার করা ভিডিয়োটি এখনও পর্যন্ত দেড় লাখেরও বেশি ভিউ হয়েছে। আর বহু মানুষ ভিডিয়োটিতে লাইক দিয়েছেন। তবে এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “ঘণ্টায় 60 মাইল বেগে ঝড় হতেই বিল্ডিংয়ের এই অবস্থা, 120 বেগে ঝড় হলে কী হত, তা ভেবেই ভয় লাগছে।”