Viral Video Today: সপ্তাহে একটা দিন ছুটি কে না চায়। সারা সপ্তাহের কাজের ব্যস্ততার মাঝে যে সব প্ল্যানগুলি করা হয়, সব কিছুই ওই ছুটির দিনেই হয়। অনেক অফিসেই রবিবার আলাদা করে ছুটি নেই। ফলে ওই ‘উইকেন্ড’টা মিস করেন যান অনেক মানুষই। গোটা বছরে বিভিন্ন অফিসেই অনেক ছুটি দেওয়া হয়। কিন্তু তার মধ্য়ে কতগুলোই বা ঠিক করে পাওয়া যায়। তাই বাহানা খোঁজা ছাড়া উপায় থাকে না বেশিরভাগ কর্মীর। অফিস ম্যানেজমেন্টের সঙ্গে অল্পবিস্তর বিবাদেও জড়িয়ে পড়েন অনেকে।। সপ্তাহে একদিনের বেশি দু’দিন ছুটি থাকলে কী ভালই না হত! এই ভেবে ভেবে নিরাশ হন অনেক স্টাফ। সেখানে সোশ্যাল মিডিয়ায় এমন একটি বিরল ঘটনা সামনে এসেছে, যা শুনলে আপনার চোখ কপালে উঠবে। 27 বছরের কর্মজীবনে একদিনও ছুটি নেননি এক ব্যক্তি। 27 বছর মোটেই কম সময় নয়। আর সেই পরিশ্রমেরই ফল পেতে চলেছেন এই ব্যক্তি। শুনেই চমকে উঠলেন তো? ভাবছেন ভুল পড়ছেন কি না। আদতেই এমনটা হয়েছে। আমেরিকার একটি ‘বার্গার’ কোম্পানিতে কর্মরত ব্যক্তি তার 27 বছরের চাকরিতে একটি দিনও ছুটি নেননি। ঘটনা সামনে আসতেই কপাল খুলেছে তাঁর। কোটি কোটি টাকা কামাচ্ছেন তিনি।
ঘটনাটি যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের। যেখানে ‘বার্গার কিং’-এ কর্মরত ব্যক্তিটি 27 বছর ধরে একটি ছুটিও নেননি। এমন পরিস্থিতিতে এখন তাকে ঘিরে একটি ক্যাম্পেইন করা হচ্ছে। ‘GoFundMe ক্যাম্পেইন’-এর অধীনে এই কর্মীকে 3.67 কোটি টাকা দেওয়া হবে। এই ক্রাউডফান্ডিং ক্যাম্পেইনে, এখনও পর্যন্ত 3.27 কোটি টাকা উঠেছে। তবে প্রয়োজন 3.67 কোটি টাকা। এই পুরো বিষয়টি নিয়ে 54 বছর বয়সী কোভিন ফোর্ড সংবাদমাধ্যমকে বলেছেন, “এটি একটি স্বপ্নের মতো।”
ছেলে-মেয়েকে লেখাপড়া করাতে, সংসার চালাতে কোভিন ফোর্ড দীর্ঘ 27 বছর ধরে কোনও বিশ্রাম ছাড়া কাজ করে গিয়েছেন। 2022-এ কোভিন ফোর্ডের মেয়ে এই ক্যাম্পেইন শুরু করেছিলেন। তারপর থেকেই চলছে এই ক্যাম্পেইন। ইনস্টাগ্রামে ভাইরাল ক্লিপটি ‘কেভিন ফোর্ড’ নামে একটি ইনস্টাগ্রাম পৃষ্ঠা পোস্ট করা হয়েছে। নেটিজেনরা বলছে, “কোম্পানি তাঁকে এই জন্য যে উপহার দিয়েছে, তা যথেষ্ট নয়। অনেক বেশি কিছু পাওয়া উচিত কোভিন ফোর্ডের।”