Viral Call List: চুলোয় দেশবাসীর তথ্য নিরাপত্তা, সন্দীপ রাণের কল লিস্টে ভেলপুরি খেয়ে নিলেন প্রেরণা! আপনারটা কোথায়?

Sandeep Rane Call List: দেশবাসীর তথ্য নিরাপত্তা যে কতটা ঝুঁকির মুখে, তা দেখিয়ে দিল একটা Viral ছবি। ভেলপুরির ঠোঙায় দেখা গেল এক ব্যক্তির কল লিস্ট। আর তাই এখন বহু মানুষের হাতে ঘোরাফেরা করছে।

Viral Call List: চুলোয় দেশবাসীর তথ্য নিরাপত্তা, সন্দীপ রাণের কল লিস্টে ভেলপুরি খেয়ে নিলেন প্রেরণা! আপনারটা কোথায়?
সেই ভাইরাল কল লিস্ট।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 04, 2022 | 11:04 PM

সন্দীপ রাণে (Sandeep Rane) নামের কোনও ব্যক্তিকে চেনেন? উত্তরটা সম্ভবত না-ই হবে। কারণ, টিনসেল টাউন বা খেলার দুনিয়ায় এমন নামের সঙ্গে তো আমরা আর পরিচিত নই। এহেন সন্দীপ রাণেকে চিনে আমাদের কী-ই বা লাভ! তাঁকে চিনলে যে মাসের বেতনটা কিছু টাকা বেড়ে যাবে, এমন সম্ভাবনাও তো নেই। তাহলে কেনই বা চিনতে যাব? কিন্তু সেই নামটাই এখন ভাইরাল (Viral)। কিন্তু তাঁর নামের থেকেও ভয়ঙ্কর বিষয়টি হল, সন্দীপ রাণের কল লিস্টও (Call List) ভাইরাল হয়ে গিয়েছে। সৌজন্যে একটা ভেলপুরির ঠোঙা। দোকান থেকে ভেলপুরি কিনেছিলেন এক মহিলা। আর সেই ঠোঙাতেই ছিল ওই ব্যক্তির কল লিস্ট, যা এখন নেটদুনিয়ায় প্রায় সকলের হাতে-হাতে ঘোরাফেরা করছে।

তথ্য নিরাপত্তার বিষয় নিয়ে আমরা ঠিক কতটা সজাগ? হয়তো একফোঁটাও নই। তা না হলে জনৈক ব্যক্তিটির কল লিস্ট একটা ঠোঙার মাধ্যমে এর-তার হাতে ঘোরাফেরা করত না। আজকের ডিজিটাল যুগে টেক স্যাভি হওয়া যতটা না জরুরি, তার থেকেও বেশি জরুরি হল নিজের ডিজিটাল তথ্য সযত্নে রাখা। কারণ, একবার ডেটা চুরি হয়ে গেলে তা ফাঁস হতে খুব একটা সময় লাগে না। আর একবার সেই ডেটা ফাঁস হয়ে গেলে, বিপদ যে কতটা বাড়তে পারে তা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন?

প্রেরণা লিধু নামের এক মহিলা তাঁর ট্যুইটার অ্যাকাউন্ট থেকে সেই ভেলপুরির ঠোঙার ছবিটি শেয়ার করেছেন। এদেশের মানুষের ডিজিটাল তথ্য যে কতটা ঝুঁকিপূর্ণ সেই দিকটাই তিনি তুলে ধরেছেন স্রেফ একটা ঠোঙার মাধ্যমে। তিনি জানিয়েছেন যে, এই ঠোঙাটি পেয়েছিলেন ভেলপুরির দোকান থেকে। আর তাঁর পোস্ট দেখে নেটপাড়ার লোকজনও একপ্রকার অবাক হয়ে গিয়েছেন। সবার মনেই প্রায় একটা প্রশ্ন, আমার সঙ্গে যদি এমনটা হত?

প্রেরণা ট্যুইটারে যে ছবিটি শেয়ার করেছেন তাতে স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে, সন্দীপ রাণে নামে একজন ব্যক্তির আইটেমাইজড কলের বিশদ বিবরণ। ছবিটি থেকে আরও একটা বিষয় পরিষ্কার হয়ে গিয়েছে যে, জনৈক ব্যক্তি ভোডাফোনের নেটওয়ার্ক ব্যবহার করেন। একটি কাগজে কল রেকর্ডের সম্পূর্ণ তথ্য দেওয়া হয়েছিল। আর সেই কাগজটিই ঘুরেফিরে চলে এসেছে ভেলপুরি-বিক্রেতার কাছে।

ছবিটি প্রেরণা ট্যুইটারে পোস্ট করেছেন একটি মজাদার ক্যাপশন সহযোগে। তিনি লিখছেন, “তথ্য গোপনীয়তা ভারতে আজকাল একটা রসিকতার বিষয় হয়ে উঠেছে। কারণ, এইমাত্র আমি মিস্টার রাণের কল রেকর্ডে ভেলপুরি খেলাম।”

গত ২ জুন ছবিটি ট্যুইটারে শেয়ার করেছেন প্রেরণা। ঝড়ের গতিতে তা ভাইরাল হয়েছে। প্রায় ১২,০০০-এরও বেশি লাইক পেয়েছে এই ট্যুইটটি। পাশাপাশি হাজার-হাজার মানুষ এই ট্যুইটে কমেন্ট করেছেন, শেয়ারও করেছেন অগুনতি মানুষ।