AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: মগডালে থাকা ফল পারবেন কীভাবে? শিখে নিন নতুন ‘টেকনিক’, মনজয় করেছে আনন্দ মহিন্দ্রারও

Viral Video: আমি-আপনি সাধারণত গাছের উঁচু ডালে থাকা ফল পাড়ার জন্য বড় লম্বা লাঠি বা এ জাতীয় জিনিসই ব্যবহার করে থাকি। কিন্তু এই ভিডিয়োতে গাছের উঁচু ডালে থাকা ফল আনায়াসে পেড়ে নেওয়ার যে পদ্ধতি দেখানো হয়েছে তা সত্যিই আকর্ষণীয়।

Viral Video: মগডালে থাকা ফল পারবেন কীভাবে? শিখে নিন নতুন 'টেকনিক', মনজয় করেছে আনন্দ মহিন্দ্রারও
| Edited By: | Updated on: Jun 04, 2022 | 10:11 PM
Share

সোশ্যাল মিডিয়ায় আনন্দ মহিন্দ্রার মতো রসিক মানুষের জুড়ি মেলা ভার। শিল্পপতি মাঝে মাঝেই টুইটারে এমন সব ভিডিয়ো শেয়ার করেন যা রীতিমতো চমকে দেবে আপনাকে। সম্প্রতি দের একটি ভিডিয়ো শেয়ার করেছেন তিনি। এমনিতেই এই বিজনেস টাইকুনের ভিডিয়োর মাধ্যমে অনেক নতুন প্রতিভার হদিশ পাওয়া যায়। মাঝেমধ্যে আবার বেশ কিছু জুগাড়ুদের ভিডিয়োও শেয়ার করেন তিনি। এই নতুন ভিডিয়োও তেমনই একটি ক্লিপিংস। সেখানে দেখা গিয়েছে, গাছের ফল পেড়ে আনার জন্য দারুণ ব্যবস্থা নিয়েছেন এক ব্যক্তি। সেটা দেখেই অবাক হয়েছেন সকলে। আমি-আপনি সাধারণত গাছের উঁচু ডালে থাকা ফল পাড়ার জন্য বড় লম্বা লাঠি বা এ জাতীয় জিনিসই ব্যবহার করে থাকি। কিন্তু এই ভিডিয়োতে গাছের উঁচু ডালে থাকা ফল আনায়াসে পেড়ে নেওয়ার যে পদ্ধতি দেখানো হয়েছে তা সত্যিই আকর্ষণীয়।

দেখে নিন আনন্দ মহিন্দ্রার শেয়ার করা সেই ভিডিয়ো

অনেকেই বাড়িতে কোল্ড ড্রিঙ্কসের বোতলে জল রাখেন। সেই কোল্ড ড্রিঙ্কসের বোতলই এবার ব্যবহার হয়েছে অন্য কাজে। হ্যাঁ এই ভিডিয়ো দেখে হয়তো দারুণ ভাবে চমকে উঠবেন না আপনি। কিন্তু মজা পাবেন। বেশ আগ্রহও জন্মাবে কী করে এই অভিনব যন্ত্র তৈরি হল তা দেখার জন্য। বোতলের তলার অংশ কেটে অনেকটা ফ্যানের ব্লেডের মতো করা হয়েছে। তারপর বোতলের গায়ে ফুটো করে লাগানো হয়েছে দড়ি। সবশেষে বোতলের মুখের অংশে একটা পাইপ জাতীয় জিনিস ঢোকানো হয়েছে। সেখানেও রয়েছে ফুটো। সব মিলিয়ে এমন ব্যবস্থা হয়েছে যে পিছন দিক থেকে টানলে ওই পাখার মতো অংশ খুলে যাবে। আর সেটা দিয়েই আঁকড়ে ধরে গাছের মগডাল থেকে ফল পেড়ে আনতে পারবেন আপনি।

এমন টেকনিক দেখে মুগ্ধ হয়েছেন শিল্পপতি আনন্দ মহিন্দ্রা। মুগ্ধ নেটিজ়েনরাও। সোশ্যাল মিডিয়ায় বেশ চর্চায় রয়েছে এই অভিনব জুগাড়ের ভিডিয়ো। আপনিও চেষ্টা করে দেখতে পারেন। এই পদ্ধতি অনুসরণ করলে নিঃসন্দেহে আপনি গাছের মগডালে থাকা ফল অনায়াসে পেড়ে আনতে পারবেন। তাই ভিডিয়ো দেখে একবার চেষ্টা করে দেখতেই পারেন এই জুগাড় তৈরি করার। পারলে কিন্তু লাভ আপনারই।