Latest Optical Illusion: কী দেখছেন এই ছবিতে? একটা মাঠ আর কিছু সবুজ ঘাস, তার বাইরে আর কিছুই নজরে আসছে না আপনার? কিন্তু জানলে অবাক হয়ে যাবেন যে, এই ছবিতেই রয়েছে তিনটি পাখি। হ্যাঁ, এই মাঠে সবুজ ঘারে উপরেই রয়েছে পাখিগুলি। তবে তা এমনই ধাঁধার জন্ম দিয়েছে যা আসলে দুর্দান্ত একটা ফটোগ্রাফ হয়ে গিয়েছে। এখন এই ছবিই আপনার পর্যবেক্ষণ দক্ষতার পরীক্ষা নিতে পারে। সোশ্যাল মিডিয়ায় এই অপটিক্যাল ইলিউশনটিকে নিয়ে তীব্র উন্মাদনার সৃষ্টি হয়েছে। সকলেই খোঁজার চেষ্টা করেছেন কোথায় ওই তিনটি পাখি, কিন্তু কেউই শেষ পর্যন্ত তা দেখতে পাচ্ছেন না।
টুইটারের ভাইরাল পোস্টটিতে বলা হয়েছে, 5 সেকেন্ডের মধ্যেই ওই তিনটি পাখিকে খুঁজে বের করতে হবে। কিন্তু 5 সেকেন্ড কেন, 5 মিনিট ধরে পাখিটার দিকে তাকিয়ে থাকার পরেও কেউ তা খুঁজে পাচ্ছেন না। সে যাই হোক না কেন। আপনার দিব্যদৃষ্টির যদি পরীক্ষা নিতে চান এবং সর্বোপরি আপনার আইকিউ লেভেলটা একবার চেক করে নিতে চান, তাহলে এর থেকে ভাল ছবি আর কিছু হতে পারে না। গত 3 জুলাই টুইটারে এই ছবিটি শেয়ার করা হয়েছে @Casual_birder নামের একটি হ্যান্ডেল থেকে। ফটোগ্রাফারের নাম অভিষেক। ছবির ক্যাপশনে তিনি লিখছেন, ‘পাখিটাকে খুঁজে বের করার চ্যালেঞ্জ…’।
নেটিজ়েনরা এই ছবি থেকে পাখিগুলিকে খুঁজে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। কেউ বলেছেন, এখান থেকে তিনটে পাখি খুঁজে বের করা আসলে খড়ের গাদায় সূচ খোঁজার সমান। আসলে ছবিটি এমন ভাবেই তোলা হয়েছে যে মাটি এবং ঘাসের রঙের সঙ্গে পাখিগুলি যেন মিশে গিয়েছে। এখন আপনি যদি পাখিটিকে সত্যিই খুঁজতে চান, তাহলে আপনাকে ছবির প্রতিটা কোণ খুঁটিয়ে দেখতে হবে। তারপর ধীরে ধীরে মাটির যত কাছে তাকাবেন, ততই আপনার নজরে আসবে পাখিদের চোখ।
প্রথমে ঘাস, কিছু পাথর, পাতা এবং কাঠের টুকরো দৃশ্যমান হবে। তবে আপনাকে ফোকাস করতে হবে যেখানে খুব বেশি সবুজ ঘাস নেই সেখানে। জোড়ায় জোড়ায় দুটি পাখি বসে আছে। ওদের থেকে একটু দূরে আরেকটা পাখি রয়েছে। এসব পাখির রং মাটির সঙ্গে অনেকটাই মিলে যায়। এই কারণেই তাদের দেখার জন্য খুব ভাল পর্যবেক্ষণ দক্ষতা থাকা দরকার। আপনি যদি ছবিটি জুম করেন, তবে আপনি এই পাখিগুলিকে আরও ভালভাবে দেখতে সক্ষম হবেন।