Viral Video Today: সোশ্যাল মিডিয়ায় প্রায়শই পশু পাখির অনেক ভিডিয়ো ভাইরাল হয়। কখনও তাদের কাণ্ডকারখানা দেখে হাসি চেপে রাখা দায় হয়ে যায়। আবার কখনও অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি বিড়ালের ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা দেখলে আপনার চোখ কপালে উঠবে। ভিডিয়োয় কালো রঙের একটি বিড়ালকে দেখতে পাবেন। বিড়ালটি খুব চালাক। ধূসর ও কালো চোখের এই বিড়ালের নাম গ্রিমসন। বিড়ালটি যেভাবে ঘরের দরজা খুলতে পারে, তা নেটিজেনদের অবাক করেছে। ক্যাপিটাল হিউম্যান সোসাইটি তার ফেসবুক পেজে বিড়ালের এই ভিডিয়ো পোস্ট করেছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, গ্রিমসন গেটের বাইরে দাঁড়িয়ে আছে। আর গেটটিও বন্ধ। গ্রিমসন গেটের সামনে এসে হোঁচট খায় এবং তারপর গেট খোলার জন্য দুবার লাফানোর চেষ্টা করে, কিন্তু তারপরেও সে হাল ছাড়ে না। সে তিনবার লাফ দেয়। শেষ পর্যন্ত তার প্রচেষ্টা সফল হয়। নখ দিয়ে দরজার হাতলটি টেনে দেয়, ফলে সঙ্গে সঙ্গে গেটের তালা খুলে যায়। তারপর সে ঘরের ভিতরে ঢুকে পরে।
ক্যাপিটাল হিউম্যান সোসাইটি ফেসবুকে ভিডিয়োটি পোস্ট করে লিখেছেন, “সোসাইটির কর্মচারীরা জেনে হতবাক হয়েছিলেন যে, তারা রাতে ঘরের দরজা বন্ধ করতেন, কিন্তু সকালে একই দরজা খোলা অবস্থায় পাওয়া যেত। এবার তার কারণ জানা গেল।” ভিডিয়োটি দেখে অনেকে অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “হাতিকে সবচেয়ে বুদ্ধিমান প্রাণী বলা হয়। কিন্তু এই বিড়ালটিও কম কিছু না।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “ওকে কী এভাবে দরজা খোলা শেখানো হয়েছে? নাকি এভাবে ও নিজে থেকেই এটা করতে পারে?”