Viral Video: বিড়ালের জিভকে এত কাছ থেকে দেখেছেন কখনও? অজস্র কাঁটা দেখে হাড়হিম হতে বাধ্য

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Nov 04, 2023 | 6:40 PM

Latest Viral Video: ভিডিয়োটিতে বিড়ালের জিভটিকে এতটাই কাছ থেকে দেখানো হচ্ছে, যা খুব কম মানুষই দেখেছেন। আর সেই জিভ রীতিমতো ভয়াবহ, যা দেখলে আপনি চমকে উঠতে বাধ্য। কিন্তু ভাইরাল হওয়া ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?

Viral Video: বিড়ালের জিভকে এত কাছ থেকে দেখেছেন কখনও? অজস্র কাঁটা দেখে হাড়হিম হতে বাধ্য

Follow Us

সোশ্যাল মিডিয়ায় প্রায়শই এমন কিছু ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে হতবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। তার মধ্যেই এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখে নকুন কিছু জানা যায়। এবার একজন পশুচিকিত্সক তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিড়ালের জিভের একটি ভিডিয়ো শেয়ার করেছেন। এবার আপনার মনে এমন প্রশ্ন আসতেই পারে, বিড়ালের জিভে আবার নতুন কী আছে, যার জন্য সেই ভিডিয়ো মানুষের নজর কেড়েছে। ভিডিয়োটিতে বিড়ালের জিভটিকে এতটাই কাছ থেকে দেখানো হচ্ছে, যা খুব কম মানুষই দেখেছেন। আর সেই জিভ রীতিমতো ভয়াবহ, যা দেখলে আপনি চমকে উঠতে বাধ্য। কিন্তু ভাইরাল হওয়া ভিডিয়োয় কী দেখা যাচ্ছে?

এই ভিডিয়োটি শেয়ার করেছেন পিটার কার্লোস, যিনি ফ্লোরিডার একজন ভেটেরিনারি টেকনিশিয়ান। ভিডিয়োটিতে বিড়ালের জিভের শত শত স্পাইক দেখা যাচ্ছে, যাকে প্যাপিলি বলা হয়। এক ঝলকে আপনার কাঁটা বলে মনে হবে, কিন্তু ন্যাশনাল জিওগ্রাফিকের মতে, এই স্পাইকগুলি বিড়ালকে তার মুখ থেকে পশমে প্রচুর পরিমাণে লালা সরবরাহ করতে সাহায্য করে। এটি এমন একটি প্রক্রিয়া, যার মাধ্যমে বিড়াল কেবল তার শরীর পরিষ্কার রাখে না এমনকি গরমে তার শরীরের তাপমাত্রাও কমিয়ে দেয়।


পিটারের ইন্সটা পোস্টটি এখনও পর্যন্ত শত শত লাইক পেয়েছে। তবে ক্লিপটিতে প্রচুর মানুষ বিভিন্ন রকম কমেন্ট করেছেন। কেউ ভিডিয়োটি পছন্দ করেছেন। কেউ আবার জানিয়েছেন, এই ভিডিয়োটি দেখে তারা নতুন কিছু জানতে পারলেন। এক ব্যক্তি কমেন্টে লিখেছেন, “আমি বিড়াল ভালবাসি। কিন্তু এই ক্লিপটি দেখার পর আমি অবাক।”

Next Article