Viral Video: দূর থেকেই দেখছিল হরিণটাকে, চুপিসাড়ে কাছে গিয়েই পা টেনে ধরল চিতা, তারপর…

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 19, 2023 | 10:03 AM

Viral Video Today: মাংসাশী প্রাণীরা সর্বদা শিকারের সন্ধানে থাকে এবং একটি বা অন্য প্রাণীর মাথায় পৌঁছায়। এমনই একটি ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে, যেখানে একটি চিতা তার সামনে দাঁড়িয়ে থাকা একটি হরিণকে নির্মমভাবে শিকার করছে।

Viral Video: দূর থেকেই দেখছিল হরিণটাকে, চুপিসাড়ে কাছে গিয়েই পা টেনে ধরল চিতা, তারপর...
প্রচণ্ড বুদ্ধিমত্তার সঙ্গে হরিণকে আক্রমণ চিতার...

Follow Us

Latest Viral Video: বিভিন্ন ধরনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে। আমরা এই ভিডিওগুলির মধ্যে কিছু পছন্দ করি, তবে কিছু আছে যা দেখে আমরা এগিয়ে যাই। যদিও মানুষ প্রাণী সম্পর্কিত ভিডিও বেশি পছন্দ করে। আমরা যদি বন সম্পর্কিত ভিডিওগুলির কথা বলি তবে লোকেরা শিকারের ভিডিওগুলি খুব পছন্দ করে। অনেক সময় আমরা তাদের দেখে হতবাক হয়ে যাই।

উন্মুক্ত পরিবেশে বন্যপ্রাণীরা বসবাস করলে এখানে প্রকৃতির সঙ্গ পেলেও মৃত্যু তাদের মাথার ওপর সারাক্ষণ ঘোরাফেরা করে। মাংসাশী প্রাণীরা সর্বদা শিকারের সন্ধানে থাকে এবং একটি বা অন্য প্রাণীর মাথায় পৌঁছায়। এমনই একটি ভিডিও বর্তমানে ভাইরাল হচ্ছে, যেখানে একটি চিতা তার সামনে দাঁড়িয়ে থাকা একটি হরিণকে নির্মমভাবে শিকার করছে।


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি চিতা অতর্কিতভাবে বসে আছে এবং একটি হরিণ তার সামনে দাঁড়িয়ে আছে। একটু নিচু জমির সুযোগ নিয়ে চিতা পা চেপে এগিয়ে যায়। সে গাছের আড়ালে ছায়ায় বসে কিন্তু হরিণ তাকে দেখতে পায় না। এদিকে চিতা জোরে লাফ দিয়ে হরিণটিকে ধরে ফেলে। সেও পালানোর চেষ্টা করে কিন্তু চিতার সামনে হাঁটে না।

ভাইরাল হওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে rizal.rayan_ নামের একটি অ্যাকাউন্টের মাধ্যমে। ভিডিওটি এখন পর্যন্ত লক্ষাধিক মানুষ দেখেছেন, যেখানে প্রায় ৭০ হাজার মানুষ লাইক করেছেন। ভিডিওটিতে মন্তব্য করে লোকেরা চিতার কৌশলের প্রশংসা করেছে। একই সঙ্গে কেউ কেউ লিখেছেন, ভিডিও নির্মাতা হরিণটিকে বাঁচাতে পারতেন, কিন্তু তিনি তা করেননি।

Next Article