লন্ডন চিড়িয়াখানায় বড়দিনের আগেই গেল উপহার

স্বরলিপি ভট্টাচার্য |

Dec 23, 2020 | 4:01 PM

প্রতিটি বাক্সে গোরিলাদের কিছু কিছু খাবার ভর্তি করে পাঠানো হয়েছে। রঙিন কাগজ দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল বিভিন্ন আকারের প্যাকেট।

লন্ডন চিড়িয়াখানায় বড়দিনের আগেই গেল উপহার
এবার গিফট খোলার পালা। ছবি: টুইটার থেকে গৃহীত।

Follow Us

কোনও বাক্স চৌকো। কোনওটা আবার আয়তক্ষেত্রের মতো দেখতে। কোনওটা আবার ঈষৎ লম্বা। প্রত্যেকটি রঙিন কাগজে মোড়া রয়েছে। অর্থাৎ প্রত্যেকটি এসেছে উপহার হিসেবে। সামনে বড়দিন আসছে। এ তো উপহার আদান প্রদানেরই সময়। সকলেই উপহার পাবেন, ওরাই বা বাদ যাবে কেন?

ওরা অর্থাৎ কয়েকটি গোরিলা। লন্ডনের চিড়িয়াখানা যাদের ঠিকানা। বড়দিনের আগে তাদের হাতে চলে এল উপহার। আর সেই উপহার পেয়ে খুশি তারা। ক্রিসমাসের দুদিন আগেই যদি উপহার পাওয়া যায়, তা তো বিশাল পাওনা।


লন্ডন চিড়িয়াখানা কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, প্রতিটি বাক্সে গোরিলাদের কিছু কিছু খাবার ভর্তি করে পাঠানো হয়েছে। রঙিন কাগজ দিয়ে মুড়ে দেওয়া হয়েছিল বিভিন্ন আকারের প্যাকেট। নিজেদের জায়গায় বসে এক এক করে প্যাকেট ছিঁড়তে দেখা গিয়েছে গোরিলাদের। ভিতরে দেওয়া খাবারও তারা খেয়েছে। তা ধরা পড়েছে ক্যামেরায়।

চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি, করোনা আতঙ্ক এবং লকডাউনের পরোক্ষে প্রভাব রয়েছে পশু-পাখিদের মধ্যেও। তাই ক্রিসমাসের আগে তাদের মন ভাল করার জন্যই এই উপহারের ব্যবস্থা করা হয়েছে।

আরও পড়ুন, করোনার ভ্যাকসিন আসার আনন্দে স্বাস্থ্যকর্মীদের নাচ ভাইরাল

Next Article