Viral Video: ৩৭ হাজার ফুট উঁচুতে আংটি বদল! মাঝ-আকাশে প্লেনের মধ্যেই বিয়ে সারলেন ‘কাপল’

TV9 Bangla Digital | Edited By: Sohini chakrabarty

May 03, 2022 | 11:17 PM

Viral Video: গির্জাতেই বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু সময়ে সেখানে পৌঁছতে পারেন। কারণ বিমান দেরিতে চলছিল। আর তাই বিমানেই বিয়ে সেরেছেন ওই যুগল। দেখুন সেই বিয়ের ভাইরাল ভিডিয়ো।

Viral Video: ৩৭ হাজার ফুট উঁচুতে আংটি বদল! মাঝ-আকাশে প্লেনের মধ্যেই বিয়ে সারলেন কাপল
এই কাপলই মাঝ-আকাশে বিমানের মধ্যে বিয়ে করেছেন।

Follow Us

গির্জাতেই বিয়ে করবেন পরিকল্পনা ছিল। কিন্তু বাতিল হয়ে যায় সেই আয়োজন। তা বলে কি বিয়ে পিছিয়ে যাবে? কভি নেহি। বিয়ের দিন যখন ঠিক হয়েছে তখন তা তো হবেই। গির্জার আয়োজন বাতিল হতেই সটান আকাশে উড়ে গেলেন যুগল। বিয়ে সারলেন মাঝ আকাশে। হাজির এয়ারলাইন্সের সমস্ত ক্রু মেম্বাররা। একটা গোটা প্লেনই ভাড়া করে নেওয়া হয়েছিল। আর সেখানেই হইহই করে হল বিয়ের অনুষ্ঠান। এমন অভিনব বিয়ের ছবি, ভিডিয়ো এখন ভাইরাল নেট দুনিয়ায়। জলে, স্থলে অন্তরীক্ষে— বিয়ের জন্য পৃথিবীর তিনটি মাধ্যমই এখন ‘কাপল’- দের পছন্দ। সদ্যই শোনা গিয়েছে যে, বহুদূর থেকে বেলুনে চড়ে বিয়ের আসরে পৌঁছেছেন কনে। এবার বর-কনে একদম মাঝ আকাশেই বিয়ে করছেন। ৩৭ হাজার ফুট উঁচুতে হল আংটি বদল। সালদা এবং প্যাম প্যাটারসন এমন অভিনব কায়দায় বিয়ে সেরেছেন। ডালাস থেকে লাস ভেগাস যাওয়ার সময় বিমান সফরে বিয়ে করেছেন তাঁরা।

মাঝ-আকাশে প্লেনের মধ্যে বিয়ে, দেখুন সেই ভিডিয়ো

যদিও প্রাথমিক পরিকল্পনা মোটেই এমন ছিল না। বরং পুরোদস্তুর রীতিনীতি মেনে লাস ভেগাসের একটি গির্জাতে বিয়ে হওয়ার কথা ছিল সালদা এবং প্যানের। কিন্তু শেষ পর্যন্ত যা পরিকল্পনা ছিল সেই মতো সবটা হয়নি। তবে মাঝ আকাশে প্লেনের মধ্যে বিয়েও কিন্তু কম রোমাঞ্চকর নয়। মিঞা-বিবির পাশাপাশি অতিথিরাও বেশ অ্যাডভেঞ্চারের ফিলিংস পেয়েছেন। বিয়ের দিন আসলে সময়ে লাস ভেগাসের গির্জায় পৌঁছোতে পারেননি বর-কনে। ডালাস থেকে যাওয়ার পথে বিমানের দেরির কারণেই ওয়েডিং ভেন্যুতে পৌঁছোতে পারেননি তাঁরা। আর সেই জন্য শেষ পর্যন্ত একদম প্লেন ভাড়া করে নিয়ে করেছেন এই কাপল।

তবে সবটাই যে এই কাপলের পরিকল্পনা ছিল তা কিন্তু নয়। এক মন্ত্রী ওই কাপলের সঙ্গেই ছিলেন বিমানবন্দরে। বিমান দেরির কারণে টার্মিনালে আটকে পড়েছিলেন তিনিও। সেই সময়েই সালদা এবং প্যামের বিয়ের কথা এবং বিয়ের আসরে পৌঁছোতে না পারার কথা জানতে পারেন তিনি। সব শুনে মন্ত্রী সিদ্ধান্ত নেন সালদা আর প্যামের বিয়ে দেবেন তিনিই। যেমন ভাবা তেমন কাজ। এরপরই ভেগাস যাওয়ার বিমান ভাড়া করেন ওই কাপল। বিয়ের পোশাকেই প্লেনে উঠেছিলেন তাঁরা। আর প্লেনের ভিতরটা দারুণ ভাবে সাজিয়ে দিয়েছিলেন এয়ারলাইন্সের ক্রু মেম্বাররা। Southwest Airlines- এর একটি বিমান ভাড়া করেছিলেন সালদা এবং প্যাম। আর সেখানে হাজির ছিলেন অন্যান্য যাত্রীরাও। সব মিলিয়ে বেশ হইহই করেই কিন্তু তাঁদের বিয়ে হয়েছে। এই ঘটনায় উচ্ছ্বসিত এয়ারলাইন্স কর্তৃপক্ষও। তাঁদের পাশাপাশি নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন প্লেনের বাকি যাত্রীরাও।

Next Article