প্রায় প্রতিদিনই সোশ্যাল মিডিয়ায় বন্য প্রাণীদের নিয়ে কোনও না কোনও ভিডিয়ো ভাইারল হয়। তার মধ্যে এমন অনেক ভিডিয়ো ভাইরাল হয়, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় থাকে না। তেমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। জঙ্গলে একটি জলাশয়ের পাশে শুয়ে আছে অনেকগুলি কুমির। আর সেখানেই দু’টি কুমির একে অপরের সঙ্গে লড়াই করছে। তারপরেই হঠাৎই একটি কুমির রেগে গিয়ে অন্য একটি কুমিরের সঙ্গে এমন কিছু করল, যা দেখলে আপনি শিউরে উঠবেন। ভিডিয়োটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি কুমির তার নিজের সঙ্গীর পা কামড়ে ধরেছে। সেখানেই অনেকগুলি কুমির রয়েছে। সবাই সবার মতো শুয়ে রয়েছে। সেখানেই একটি কুমির হঠাৎ পাশে থাকা আরেকটি কুমিরের সামনের পা তার চোয়ালে চেপে ধরে এবং তাকে কামড়াতে থাকে। কয়েক সেকেন্ডের মধ্যে, সেই সঙ্গী কুমিরের পায়ে কামড় দিয়ে সেটি দেহ থেকে আলাদা করে দেয়। আর চিবিয়ে খেয়েও ফেলে। এই দৃশ্য দেখে আপনি শিউরে উঠবেন। যদিও এটি কুমিরের ক্ষেত্রে প্রায়ই ঘটে। ক্ষুধার্ত হলে তারা নিজের সন্তানকেও মেরে খায়।
এই ওয়াইল্ডলাইফ ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে wildlife011 নামের একটি আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। এটি এখনও পর্যন্ত 1.3 মিলিয়ন অর্থাৎ 13 লাখ ভিউ হয়েছে। অন্যদিকে 40 হাজারের বেশি মানুষ ভিডিয়োটি লাইকও করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “এই দৃশ্যটি ভয়ানক। আমি আগে এমন কোনও দৃশ্য দেখিনি।” আবার কেউ বলছেন “কুমির নিজের সঙ্গীর পা কামড়ে খেয়েছে এমন অনেক ভিডিয়ো ভাইরাল হয়েছে।”