Latest Viral Video: সোশ্য়াল মিডিয়ায় (Social Media) পশুদের অনেক ভিডিয়ো ভাইরাল হয়। কোনও ভিডিয়ো খুব হাসির হয়, আবার কোনও ভিডিয়ো থাকে চমকে ওঠার মতো। এ কথা সত্য় যে, যেকোনও বিপদে পশুরা যেভাবে একে অপরের পাশে থাকে, তা বোধয় মানুষও থাকে না। কিন্তু এই ধারণা ভুল প্রমানিত করল একটি কুমির। কুমির কতটা নিষ্ঠুর তা হয়তো বুঝতে পারা যায় না। যেকোনও ভাইরাল ভিডিয়োয় (Video) আপনি নিশ্চয়ই অনেকবার কুমির দেখেছেন। অনেক ভিডিওতে, আপনি অবশ্যই তাকে অন্য কোনও প্রাণীকে শিকার করতে দেখেছেন, তবে আপনি কি কখনও একটি কুমিরকে তার নিজের সঙ্গীকে ছিড়ে খেতে দেখেছেন? সম্ভবত না। তবে সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল (Viral Video) হয়েছে, যা দেখে আপনি শিউরে উঠবেন। যেখানে একটি কুমির, তার সঙ্গী অর্থাৎ অন্য় একটি কুমিরকে ছিড়ে খাচ্ছে। সেই ভয়ঙ্কর দৃশ্য দেখে চমকে উঠেছেন অধিকাংশ নেটিজেন।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, লম্বা ঝোপের মাঝে একটি পুকুর রয়েছে। সেই পুকুরে একটি বিশাল কুমির দেখা যাচ্ছে এবং এর সামনে আরেকটি কুমির উল্টো হয়ে ভাসছে। সম্ভবত মরে গিয়েছে, কারণ বড় কুমিরটি তাকে কামড়ে ধরার পরেও সে ঝটকাচ্ছে না। আপনি প্রথমে বুঝতে পারবেন না ব্য়াপারটি কী। তবে বড় কুমিরটি মুখ দিয়ে অপরটিকে ধরে ফেললেই আপনি দেখতে পাবেন যে, অন্যটির মাথা নেই। বড় কুমির তার মাথা চিবিয়ে কেটে ফেলেছে এবং তার সঙ্গীকে কাঁচা চিবাচ্ছে। এটি দেখার পরে আপনার হৃদয় অবশ্যই কেঁপে উঠবে।
এই ভিডিয়োটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @natureslethal-এ পোস্ট করা হয়েছে, যা বন্য প্রাণীদের ভিডিয়োর জন্য বিখ্যাত। এখনও পর্যন্ত ভাইরাল ভিডিয়োটি 1 লাখেরও বেশি ভিউ পেয়েছে এবং অনেকে কমেন্ট করে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, “এমনও সম্ভব? একটি কুমির অন্য় একটি কুমিরকে এভাবে খায়?”