Optical Illusion: কাক নাকি মানুষ? প্রথমে যা দেখলেন, তাই বলবে আপনি জাজমেন্টাল মানুষ কি না

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jun 13, 2023 | 11:34 AM

Optical Illusion Personality Test: সম্প্রতি মিঞা ইলান নামের এক টুইটার ইউজার এমন একটি অপটিক্যাল ইলিউশন শেয়ার করেছেন, যা থেকে আপনি আপনার ব্যক্তিত্ব সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন। অন্যের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন, বলে দিতে পারবে এই ছবি। 

Optical Illusion: কাক নাকি মানুষ? প্রথমে যা দেখলেন, তাই বলবে আপনি জাজমেন্টাল মানুষ কি না
ছবিতে প্রথমে কী দেখলেন?

Follow Us

Personality Test: অপটিক্যাল ইলিউশন হল এমনই এক ছবি, যা আপনার দৃষ্টিশক্তির পরীক্ষা নেয়। সেই সঙ্গেই আপনার বুদ্ধিমত্তা কতটা প্রখর, তারও প্রমাণ দিতে পারে এই ধরনের ছবির ধাঁধাগুলি। শুধু তাই নয়। কিছু কিছু অপটিক্যাল ইলিউশন আবার এমনও থাকে, যা বলে দিতে পারে আপনি কেমন ব্যক্তিত্বের মানুষ। সম্প্রতি মিঞা ইলান নামের এক টুইটার ইউজার এমন একটি অপটিক্যাল ইলিউশন শেয়ার করেছেন, যা থেকে আপনি আপনার ব্যক্তিত্ব সম্পর্কেও অনেক কিছু জানতে পারবেন। অন্যের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি কেমন, বলে দিতে পারবে এই ছবি।

এই যে ছবিটি আপনি এখানে দেখছেন, তা আপনার ব্যক্তিত্বকে প্রতিফলিত করতে পারে। ছবিটি দেখে আপনার দুটি জিনিস মনে হতে পারে। অর্থাৎ আপনি প্রথমে এই ছবি থেকে দুটি বিষয়ই দেখতে পাবেন। আপনার নজরে আসতে পারে পাথরের উপরে একটি কাক বসে রয়েছে। আবার আপনি এই ছবি থেকেই এক ব্যক্তির মুখের রূপরেখা দেখতে পারেন। এখন আপনি প্রথমে কী দেখছেন, তার উপরে নির্ভর করছে আপনি আখেরে কেমন মানুষ। এবার বলুন তো, আপনি প্রথমে কী দেখলেন।

ছবিতে আপনি যদি প্রথমে একটি কাক দেখতে পান, তাহলে ধরে নিতে হয় আপনি একজন জাজমেন্টাল মানুষ। অন্যের প্রতি সবসময়ই বিচারমূলক মনোভাব আপনার। সবকিছু বিচারমূলক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখেন বলেন অনেকেই আপনাকে পছন্দ করেন না। তবে এটি যে আপনার নেতিবাচক কোনও দিক, তা নয়। কারণ, অনেক সময়ই আপনার চারপাশের মানুষ সম্পর্কে আফনার অনুমান ঠিক হয়ে যায়। তাই, অনেকে আপনার সিদ্ধান্তকে অন্তর্দৃষ্টি হিসেবে দেখেন। তবে, অনেকে আপনার সমস্যা সম্পর্কে সজাগও করে থাকেন।

আবার এই ছবিতেই আপনি প্রথমে যদি একটি মানুষের ছবি দেখতে পান, তাহলে যে কোনও বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে আপনি দ্বিধা বোধ করেন। এই পদ্ধতি আপনার আত্মবিশ্বাসকে বাধা দিতেই পারে। সেই সঙ্গেই আবার আপনার মধ্য়ে একটা ধ্বংসাত্মক আবেগেরও জন্ম দিতে পারে।

সব মিলিয়ে এই অপটিক্যাল ইলিউশন যে শুধুই আমাদের মধ্যে লুকিয়ে থাকা ব্যক্তিত্বকে প্রতিফলিত করে তা নয়, বরং আমাদের বিচার এবং আত্মসমালোচনার মধ্যে একটা ভারসাম্য রাখার জন্যও সতর্ক করে।

Next Article