Viral Video: জ্যান্ত হরিণকে সেকেন্ডে গিলে ফেলল ভয়ঙ্কর কমোডো ড্রাগন, ভিডিয়ো দেখলে বুকটা ছ্যাঁত করে উঠবে

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Mar 21, 2023 | 11:19 PM

Viral Video Today: কীভাবে একটা জ্যান্ত হরিণকে (Deer) কয়েক সেকেন্ডের মধ্যে গিলে ফেলল একটা কমোডো ড্রাগন (Komodo Dragon), তা দেখে অবাক হয়ে যেতে হয়। ইনস্টাগ্রামের সেই ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে।

Viral Video: জ্যান্ত হরিণকে সেকেন্ডে গিলে ফেলল ভয়ঙ্কর কমোডো ড্রাগন, ভিডিয়ো দেখলে বুকটা ছ্যাঁত করে উঠবে
ভয়ানক কাণ্ড!!

Follow Us

Latest Viral Video: সোশ্যাল মিডিয়ায় অন হলেই আমরা বন্যপ্রাণীদের অনেক রকম ভিডিয়ো দেখে থাকি। তার মধ্যে কিছু ভিডিয়ো আমাদের ডরায়, কিছু আবার ঠোঁটের কোণে হাল্কা হাসি ফুটিয়ে তোলে। কিন্তু সরল, সাদাসিধে প্রাণীগুলোকে যখন শক্তিশালী কোনও প্রাণী আক্রমণ করে, বুকটা ছ্যাঁত করে ওঠে আমাদের। কিন্তু জঙ্গলের যে এটাই নিয়ম। মেনে তো নিতেই হবে আমাদের। আর সেই নিয়ম ভাঙা কার্যত অসম্ভব। তেমনই একটি ভিডিয়ো দেখার পরে, আপনার মনটাও যেন আহারে করে উঠবে! কীভাবে একটা জ্যান্ত হরিণকে (Deer) কয়েক সেকেন্ডের মধ্যে গিলে ফেলল একটা কমোডো ড্রাগন (Komodo Dragon), তা দেখে অবাক হয়ে যেতে হয়। ইনস্টাগ্রামের সেই ভিডিয়ো খুবই ভাইরাল হয়েছে, ছড়িয়ে পড়েছে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতেও।

animals_powers নামক একটি ইনস্টা পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। ক্যামেরায় ধরা পড়েছে, নিমেষের মধ্যে একটি হরিণকে কীভাবে একটি কমোডো ড্রাগন গিলে ফেলল। হরিণটিকে দেখা মাত্রই ওই কমোডো ড্রাগনটি এমন ভাবেই ঝাঁপিয়ে পড়ে যে, বেচারা প্রাণীটার আর কোথাও পালানোর উপায় ছিল না। প্রথমে তার উপরে ঝাঁপিয়ে পড়ে, তারপর হরিণটাকে মুখে করে নিয়ে গিয়ে আস্তে আস্তে গিলে ফেলে ওই কমোডো ড্রাগনটি।


ভিডিয়োতে দেখা গেল, একটি হরিণকে দেখা মাত্রই তার পিছু পিছু ছুটতে ছুটতে চলে আসে কমোডো ড্রাগনটি। হরিণটাকে দেখা মাত্রই সে তার জিভ বের করতে থাকে। এদিকে ওই হরিণও ড্রাগনটির গতির সঙ্গে পাল্লা দিতে ব্যর্থ হয়। পালাবার পথ না পেয়ে শেষে আত্মসমর্পণ করে নিরীহ প্রাণীটি। ওই ড্রাগনটি প্রথমে হরিণটাকে তার চোয়ালে শক্ত করে ধরে থাকে। তারপরই তাকে নিয়ে মারছুট দিয়ে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। একটু ফুরসত পেতেই গিলে ফেলে শান্ত প্রাণীটাকে।

এই ভিডিয়ো দেখার পর নেটিজ়েনদের যেন মন ভেঙে গিয়েছে। কেউ বলেছেন, ক্যামেরায় তোলা এরকম একটা ভিডিয়ো আমাদের অবাক করতে পারে, কিন্তু এটাই তো জঙ্গলের নিয়ম। কেউ কেউ আবার জানতে চেয়েছেন যে, এটা কি সত্যিকারের ভিডিয়ো? কেউ আবার বলেছেন, এরকম একটা রোমহর্ষক ভিডিয়ো কে তুললেন, আমার তাঁকে দেখতে ইচ্ছে করছে।

Next Article