Viral Video Today: দিল্লির মেট্রোতে একের পর এক এমন ঘটনা ঘটছে, যা দেখে অবাক হওয়া ছাড়া আর কোনও উপায় নেই। প্রায় প্রতিদিনই দিল্লির কোনও না কোনও ভিডিয়ো ভাইরাল হচ্ছে। দিল্লি পুলিশকেও বিভিন্ন বিষয়ে সঠিক পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে। শুধু দিল্লি নয়, আরও অনেক জায়গায় স্টান্টের বিভিন্ন ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় উঠে আসে। কখনও কখনও স্টান্ট করার সময় দুর্ঘটনাও ঘটে। এমন অনেক ঘটনায় পুলিশের পক্ষ থেকে ব্যবস্থাও নেওয়া হয়েছে। তা সত্ত্বেও বেশ কিছুদিন ধরেই দিল্লি সহ গোটা এনসিআর-এর রাস্তার মাঝখানে স্টান্ট করতে দেখা যাচ্ছে। এবার একটি ভিডিয়ো দিল্লি পুলিশের তরফে ভাইরাল করা হয়েছে। এমনকি তা সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ছেলে প্রচণ্ড গতিতে বাইক চালাচ্ছে, আর পিছনে একটি মেয়ে বসে আছে। বাইকের সামনের চাকা একেবারে তুলে দিয়ে, পিছনের চাকার উপর ভর করেই বাইকটি এগিয়ে যাচ্ছে। বাইকটি এতটাই স্পিডে চলছে যে, রাস্তা আর বাইকের চাকার ঘর্ষনে আগুনের ফুলকি ছিটকে আসছে। কিছুক্ষণের মধ্যে ছেলেটি তার ভারসাম্য হারিয়ে ফেলে, তারপর প্রথমে মেয়েটি মাটিতে ছিটকে পড়ে যায়। তারপরে বাইক সমেত ছেলেটি মাটিতে পড়ে।
JAB WE MET with an accident due to reckless driving.#DriveSafe@dtptraffic pic.twitter.com/adfwIPtHlX
— Delhi Police (@DelhiPolice) June 28, 2023
দিল্লি পুলিশ এই 28 সেকেন্ডের ক্লিপটি টুইটারে পোস্ট করেছে। আসলে এই ভিডিয়োটিতে একটি গান চলছে। এরপর এই ভিডিয়োর শেষ অংশে মজার মজার কথা বলা হয়েছে। বাইক থেকে দম্পতি পড়ে যাওয়ার পর ভিডিয়োতে লেখা আছে ‘জান্নাত দিখায়ে’। ভিডিয়োটি প্রচুর সংখ্যক নেটিজ়েনদের নজরে পড়েছে। দিল্লি পুলিশের এই ধরনের ভিডিয়ো টুইট করার উদ্দেশ্য হল সচেতনতা তৈরি করা। এটাই প্রথম নয় যে, দিল্লি পুলিস এই ধরনের ভিডিয়ো তুলে নিজেদের বক্তব্য তুলে ধরেছে। এর আগেও দিল্লি পুলিশ অনেকভাবে এই ধরনের টুইট করেছে, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।