Viral Video: ডবল ডেকার বাইক, চলছে চার চাকায়; এই যুবকের কেরামতি দেখে তাজ্জব নেটিজেনরা

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Jun 23, 2023 | 1:50 PM

Latest Viral Video: এই ভিডিয়োটি 13 জুন ইনস্টাগ্রাম পেজ @splendor.modifications থেকে পোস্ট করা হয়েছে। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করেছেন।

Viral Video: ডবল ডেকার বাইক, চলছে চার চাকায়; এই যুবকের কেরামতি দেখে তাজ্জব নেটিজেনরা

Follow Us

Viral Video Today: এই সোশ্য়াল মিডিয়ার যুগে প্রতিদিন কত কী-ই না ভাইরাল হয়। কখনও এমন কিছু ভিডিয়ো থাকে, যা দেখলে চোখ কপালে ওঠা ছাড়া আর কোনও উপায় থাকবে না। এবার তার মধ্যেই এমন কিছু ভিডিয়োও থাকে, যা আপনাকে হাসতে বাধ্য করবে। ভাইরালের দুনিয়ায় অনেক মানুষের প্রতিভাও সবার সামনে উঠে আসে। তেমনই একটি ভিডিয়ো সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে এক যুবককে ‘ডবল ডেকার বাইক’ চালাতে দেখা যাচ্ছে। শুনেই অবাক হলেন তো? ভাবছেন এতদিন রাস্তায় ডবল ডেকার বাস চলতে দেখা যেত, এবার আবার বাইকও ডবল ডেকার? আদপে এমনটাই হয়েছে। মাটির রাস্তায় এক যুবক ডবল ডেকার বাইক চালাচ্ছে। চাকার উপর চাকা বসিয়ে তৈরি করা হয়েছে এমন অদ্ভুত বাইক। ভিডিয়োটি না দেখলে বুঝবেন না।

ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, এক যুবক মাটির রাস্তা দিয়ে একটি অদ্ভুত বাইক চালিয়ে যাচ্ছে। সিটের জায়গায় সিট আছে ঠিকই। কিন্তু চাকার উপর আরও একটা করে চাকা লাগানো। এক কথায় এটি একটি চার চাকার বাইক। ফলে বেশ অনেকটাই উঁটু হয়ে গিয়েছে বাইকটি। দেখে আপনার মনে হবে, এই বাইকটি কীভাবে সেই যুবক চালাচ্ছে। যে কোনও মুহূর্তে পড়ে যেতে পারে। তার উপর আবার রাস্তায় জল জমেছে। কিন্তু না, সেই যুবক অনায়াসেই বাইকটি চালিয়ে নিয়ে চলে গেল।


এই ভিডিয়োটি 13 জুন ইনস্টাগ্রাম পেজ @splendor.modifications থেকে পোস্ট করা হয়েছে। আর তারপর থেকেই ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন,”ভারতে সত্যিই মানুষের প্রতিভার অভাব নেই।” আরও এক ব্যক্তি কমেন্টে লিখেছেন,”উনি উঠেছেন কীভাবে? আর সব থেকে বড় কথা হল নামবেন কীভাবে?”

Next Article