Viral Video Today: প্রতিদিন আমরা অদ্ভুত কিছু ভিডিয়ো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে দেখে থাকি, যেগুলো খুব সহজেই আমাদের নজর কেড়ে নেয়। উত্তর প্রদেশের কুশিনগরের তেমনই এক কাণ্ড ফের আমাদের নজর কেড়েছে। ঠিক কী ঘটেছে? এক মদ্যপ ব্যক্তি হাসপাতালে গিয়ে দাবি করেছেন যে, তাঁকে কামড়াতে গিয়ে মৃত্যু হয়েছে একটি কিং কোবরার। ঘটনার একটি ভিডিয়োও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
রিপোর্ট থেকে জানা গিয়েছে, ভয়ঙ্কর একটি কিং কোবরা সাপ ওই মদ্যপ ব্যক্তির পায়ে কামড়ায়। উত্তর প্রদেশের কুশিনগরে এই কাণ্ড ঘটে। এখন আপনি ভাবতেই পারেন যে, সাপের কামড় খাওয়ার পর ব্যক্তি নিশ্চয়ই মারা গিয়েছেন অথবা হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। না, এক্কেবারে ভুল ভাবছেন তাহলে।
ব্যক্তি রয়েছেন বহাল তবিয়তে। মৃত্যু হয়েছে কিং কোবরাটির। ইনস্টাগ্রামে কাশ্যপ মিমার নামক একটি মিম পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে তার ক্যাপশনে লেখা হয়েছে, ‘মদ্যপ ব্যক্তির সঙ্গে দাদাগিরি নয়’। ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। প্রচুর মানুষ সেখানে নিজেদের মন্তব্য জানিয়ে বিস্ময় প্রকাশ করেছেন, কীভাবে সম্ভব!
ভিডিয়োতে দেখা গিয়েছে, ওই ব্যক্তি হাসপাতালের বিছানায় বসে রয়েছেন এবং ডাক্তারের সঙ্গে কথা বলছেন। ব্যক্তি বলছেন, তাঁর পায়ে সাপটি দু’বার কামড়ানোর পরেই মারা যায়। ডাক্তারকে তিনি এ-ও বলেন যে, তাঁকে যেন জলদিই ইঞ্জেকশন দেওয়া হয়। শুধু তাই নয়। ব্যক্তি সঙ্গে করে ওই মৃত সাপটিকেও নিয়ে আসেন হাসপাতালে।