বাবা আর ছেলে মিলে একটি বাচ্চাকে ডুবে যাওয়ার থেকে বাঁচিয়েছেন। মাত্র চার বছরের ওই বাচ্চাটি অটিজমের শিকার। জলে ডুবে প্রায় মরতেই বসেছিল সে। কিন্তু এই বাবা-ছেলের উপস্থিত বুদ্ধি এবং সাহসের জেরে এ যাত্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে ওই বাচ্চাটি। সোশ্যাল মিডিয়ায় এই গোটা কর্মকাণ্ডের Video Viral হয়েছে। নেটিজ়েনদের সকলেই এই বাবা-ছেলে জুটির প্রশংসায় এখন পঞ্চমুখ। জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কানসাস প্রদেশে। ছোট্ট বাচ্চাটির নাম Xavier Rigney। কানসাস প্রদেশের লরেন্সের বাসিন্দা সে। অটিজমে আক্রান্ত বাচ্চাটি কোনওভাবে বাড়ি থেকে বেরিয়ে এসেছিল। তারপর আবাসনের বেড়া দেওয়া সুইমিং পুলের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাচ্চাটি। এরপরেই ঘটে আসল কাণ্ড। সরাসরি সুইমিং পুলে ঝাঁপ দিয়ে দেয় বাচ্চাটি। ছোট্ট বাচ্চাটি পুলের গভীরতা বুঝতে না পেরেই ঝাঁপ দিয়েছিল। আর তার জেরেই অত জলের মধ্যে খাবি খেতে শুরু করে সে।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো
সেই সময়েই বাচ্চাটিকে দেখতে পায় ১২ বছর কিশোর Maddox Westerhaus এবং তার বাবা টম। এই ব্যক্তি একসময় লাইফগার্ড ছিলেন। পুলের মধ্যে অত জলে বাচ্চা ছেলেকে খাবি খেতে দেখেই দৌড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে যায় তাঁর ছেলেও। টম নামের ওই ব্যক্তিই ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়েন পুলের মধ্যে। তড়িঘড়ি বাচ্চাটিকে পাড়ে তুলে দেন। ভাইরাল ভিডিয়োতে এই সব দৃশ্যই ধরা পড়েছে। অনুমান আবাসনের সিসিটিভিতে গোটা ঘটনা রেকর্ড হয়েছে। আর সেটাই পরবর্তীকালে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে। আর তা ভাইরালও হয়ে গিয়েছে ব্যাপকভাবে। ওই ব্যক্তির উপস্থিত বুদ্ধি এবং তৎপরতা দেখে মুগ্ধ হয়েছেন নেটিজ়েনরা। সকলেই একবাক্যে স্বীকার করছেন যে ওই ব্যক্তি তখন ঘটনাস্থলে না থাকলে হয়তো বাচ্চাটির সঙ্গে বড়সড় অঘটন ঘটে যেতে পারত। তবে এ যাত্রায় সেইসব কিছুই হয়নি।
ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বাচ্চাটিকে সুইমিং পুল থেকে তোলার পর তার বুকে পেটে চাপ দিয়ে ঢুকে যাওয়া জল বের করার চেষ্টা করছেন টম নামের ওই ব্যক্তি। যেহেতু পেশায় তিনি একসময় লাইফগার্ড ছিলেন তাই CPR দেওয়ার প্রশিক্ষণ ছিল তাঁর কাছে। সেটাই তিনি প্রয়োগ করেছিলেন ওই বাচ্চাটির উপর। জলের তলায় প্রায় ৩ মিনিট ২২ সেকেন্ড ছিল ওই বাচ্চাটি। একদম নীল হয়ে গিয়েছিল সে। তবে এই পরিস্থিতিতেও টম যে বিচলিত না হয়ে নিজের দায়িত্ব পালন করেছেন সেটা দেখেই মুগ্ধ হয়েছে নেটিজ়েনরা। তাঁর প্রশংসায় পঞ্চমুখ হয়ে প্রায় সকলেই বলছেন, যেন সাক্ষাৎ দেবদূত। টম জানিয়েছেন যে, বাচ্চাটিকে পুল থেকে তোলার পর ক্রমাগত CPR দিচ্ছিলেন তিনি। একসময় যখন বাচ্চাটি কাশতে শুরু করে এবং কাশির সঙ্গে জল বেরোতে শুরু করে তখন খানিকটা নিশ্চিন্ত হয়েছিলেন তিনি। কারণ এটা ভাল লক্ষণ। তবে তারপরেও CPR থামাননি তিনি। ভাইরাল ভিডিয়োতে দেখা গিয়েছে বাচ্চাটিকে সুস্থ করার পর তার মাথায় বুলিয়ে আদরও করে দিচ্ছেন টম। এরপর বাচ্চাটিকে আবাসনের নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দেন তিনি।