Viral Video: স্কুটারে ঘাপটি মেরে বসেছিল কিং কোবরা! স্ক্রুড্রাইভার দিয়ে বের করলেন অকুতোভয় চালক

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Apr 13, 2023 | 9:31 PM

Viral Video Today: স্কুটারের (Scooter) ফ্রন্ট নোজ়ে লুকিয়ে ছিল সাপটি। উদ্ধার করলেন ওই স্কুটার চালক নিজেই। খালি হাতে স্ক্রুড্রাইভার দিয়েই তিনি সাপটিকে উদ্ধার করলেন। তাঁর অকুতোভয় মানসিকতা নেটদুনিয়ার মন জয় করে নিয়েছে।

Viral Video: স্কুটারে ঘাপটি মেরে বসেছিল কিং কোবরা! স্ক্রুড্রাইভার দিয়ে বের করলেন অকুতোভয় চালক
স্ক্রুড্রাইভার দিয়ে সাপ উদ্ধার করলেন চালক।

Follow Us

Latest Viral Video: যে কোনও মুহূর্তে মানুষের মনে ভয় ধরানোর জন্য একটা কিং কোবরা যথেষ্ট। ভয়ঙ্কর এই বিষধর সাপ টিভির পর্দায় দেখলেই আমাদের ঘুম উড়ে যায়। চোখের সামনে দেখলে যে কী অবস্থাটা হবে, সে আর বলার কথা নয়। একবার ভেবে দেখুন তো, আপনার স্কুটারটা স্টার্ট দিতে যাবেন। ঠিক সেই সময় তার ভিতর থেকে উঁকি মারতে শুরু করল একটি কোবরা (Cobra)। কী অবস্থাটা হবে, একবার ভেবে দেখুন তো! আত্মারাম খাঁচাছাড়া হয়ে যাবে তাই তো? সেরকমই কাণ্ড ঘটে গেল এক ব্যক্তির সঙ্গে। স্কুটারের (Scooter) ফ্রন্ট নোজ়ে লুকিয়ে ছিল সাপটি। উদ্ধার করলেন ওই স্কুটার চালক নিজেই। তাঁর অকুতোভয় মানসিকতা নেটদুনিয়ার মন জয় করে নিয়েছে।

সরীসৃপদের নিরাপদে উদ্ধার করা এবং জঙ্গলে ছেড়ে দেওয়ার জন্য যথেষ্ট প্রশিক্ষণ নেন উদ্ধারকারীরা। তাঁদের প্রশিক্ষণের সঙ্গে সাধারণ মানুষ পেরে উঠবেন না। তবে কিছু মানুষ থাকেন, যাঁরা খুবই সাহসী হন। ঠিক যেমনটা এই স্কুটার-চালক। কোনও উদ্ধারকারীর সাহায্য ছাড়াই এক্কেবারে প্রফেশনালের মতো তিনি সাপটিকে স্কুটার থেকে বের করলেন।

ভিডিয়োতে দেখা গেল, স্কুটারের ভিতর থেকে উঁকি মারছে একটি সাপ। আর সেই সাপটিকে বের করার চেষ্টা করছেন এক ব্যক্তি। পরে বোঝা গেল, তিনিই এই স্কুটারের চালক। সাধারণত সাপ উদ্ধারকারীরা সাপ উদ্ধারের জন্য লাঠি ব্যবহার করে থাকেন। কিন্তু এই ভয়ডরহীন স্কুটার চালক একটা স্ক্রু ড্রাইভারের সাহায্যে সাপটিকে অনায়াসে বের করলেন।


কোবরাটি ওই স্কুটারের নোজ়ে কুণ্ডলী পাকিয়ে আটকে গিয়েছিল। খুব সাবধানেই স্কুটার-চালক সেটিকে স্পর্শ করলেন। প্রথমে হাত দিয়ে ধরার চেষ্টা করলে ব্যর্থ হন। তারপরই সেটিকে বের করতে স্ক্রু ড্রাইভার নিলেন তিনি। এই স্ক্রু ড্রাইভার দিয়েই তিনি স্কুটারের নোজ়টি খোলেন। সেই যন্ত্রই এবার কাজে লেগে গেল কিং কোবরা বের করতে। কোবরার লেজে যেই স্পর্শ করলেন, সঙ্গে সঙ্গে তা স্কুটারের আরও ভিতরে ঢুকে যাওয়ার চেষ্টা করে। শেষমেশ অক্ষত অবস্থায় তিনি সাপটিকে স্কুটার থেকে বের করেন।

টুইটারে Pagan নামক একটি পেজ থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। এর মধ্যেই তার ভিউ 49.3K ছাপিয়ে গিয়েছে। নেটিজ়েনরা স্কুটার-চালকের সাহসিকতার প্রশংসা করেছেন। খালি হাতে স্রেফ স্ক্রুড্রাইভার দিয়ে যেভাবে তিনি সাপটিকে উদ্ধার করেছেন, তা অনেকের নজর কেড়ে নিয়েছে।

Next Article