নিউ ওয়ার্ক শহরের টাইমস স্ক্যোয়ার। মধ্য রাত। বৃষ্টি পড়ছে। হঠাৎ বেজে উঠল অভিষেক বচ্চন এবং ঐশ্বর্য রাই বচ্চন অভিনীত ‘গুরু’ ছবির গান ‘বরসো রে মেঘা’। সঙ্গে পাওয়া গেল চার ভারতীয় নৃত্যশিল্পীকে। তাঁরা গানের সঙ্গে নাচ করছেন। সেই নাচ যেন বৃষ্টিতেই আগুন লাগিয়ে দিয়েছে। সেই ভিডিয়ো একজন সোশ্যাল মিডিয়াতে ভাগ করেছেন। আর সেই ভিডিয়ো মুহূর্তেই ভাইরাল। একজন কমেন্ট বক্সে একবারই লাইক করা যায় বলে আক্ষেপও করেন। তিনি লেখেন, “দুঃখজনক যে একবার লাইক ক্লিক করা যায়, আমার এই ভিডিয়ো খুব পছন্দ হয়েছে। সুযোগ থাকলে হাজার বার লাইক ক্লিক করতাম।” ইশপাট নামে ইনস্টাগ্রামে রয়েছেন একজন নৃত্যশিল্পী। তিনিই নিজের অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি শেয়ার করেছেন। তাঁর সঙ্গে আরও তিনজন মনের আনন্দে নাচ করছেন। “যখন মধ্যরাতে টাইমস স্কোয়ারে বৃষ্টি হচ্ছে,” পোস্টের সঙ্গে তিনি ক্যাপশনে এই লেখাটি দিয়েছেন।
উইকেন্ড শুরু। যদি আনন্দের সঙ্গে সপ্তাহান্তে প্রবেশ করতে চান তবে এই ভিডিয়ো আপনার মন খুশি করে দেবে নিশ্চিত। কারণ নিউইয়র্কের জনপ্রিয় টাইম স্ক্যোয়ারের বৃষ্টির মধ্যে ঐশ্বর্য রাইয়ের জনপ্রিয় গান এ. আর রহমানে সুরে শ্রেয়া ঘোষালের গলায় ‘বারসো রে’-এর সঙ্গে একদল দেশি নৃত্যশিল্পীর নাচ মন ভাল করতে বাধ্য। এটি ইতিমধ্যে ইনস্টাগ্রামে মিলিয়নস ভিউ দিয়েছে।
নেটিজ়েনরা মেয়েদের পারফরম্যান্স পুরোপুরি উপভোগ করেছেন যা মন্তব্য বিভাগে নজর দিলেই বোঝা যাবে। তাঁরা তাঁদের ভালবাসায় ভরিয়ে দিয়েছেন। এই চারজনকে দেখে উৎসাহী হয়ে একজন মন্তব্য করেছেন, “ভাই সবাই একসঙ্গে করব একবার”। “সমন্বয় নিখুঁত ছিল,” আর একজন লিখেছেন। আশা করা যায় আরও এই চারজনকে দেখে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে এমন ধরনের ভিডিয়ো আরও দেখতে পাওয়া যাবে সোশ্যাল মিডিয়াতে।
টাইমস স্ক্যোয়ারে কোনও কিছু হওয়া খুব সম্মানের। বিশেষ করে সিনেমার ট্রেলার প্রদর্শন খুবই সম্মানজনক। কয়েকদিন আগেই আর মাধবন পরিচালিত ছবি ‘রকেট্রি: দ্য নাম্বি এফেক্ট’-এর ট্রেলার লঞ্চ হয় এখানে। প্রাক্তন ইসরো বিজ্ঞানী নাম্বি নারায়ণনের জীবন নিয়ে তৈরি হয়েছে এই ছবি। নাম্বি নারায়ণনের উপস্থিতিতেই হয়েছে ছবির ট্রেলার লঞ্চ। তার আগে কান চলচ্চিত্র উৎসবে প্রথম প্রদর্শিত হয় আর মাধবন পরিচালিত এবং অভিনীত এই ছবি।