Viral Video: তীর্থ করতে গিয়ে ফিল্মি কায়দায় কেদারনাথেই বিয়ের প্রস্তাব, মেয়ের দুঃসাহসী কাণ্ডে হতবাক নেটদুনিয়া

TV9 Bangla Digital | Edited By: সায়ন্তন মুখোপাধ্যায়

Jul 03, 2023 | 6:51 PM

Viral Video Today: মাত্র 36 সেকেন্ডের এই ভিডিয়োতে প্রেমিক এবং প্রেমিকা দুজনকেই হলুদ পোশাক পরে থাকতে দেখা গিয়েছে। ছেলেটির পরনে ছিল একটি হলুদ পাঞ্জাবী এবং মেয়েটিকে একটি হলদে শাড়ি পরেছিলেন।

Viral Video: তীর্থ করতে গিয়ে ফিল্মি কায়দায় কেদারনাথেই বিয়ের প্রস্তাব, মেয়ের দুঃসাহসী কাণ্ডে হতবাক নেটদুনিয়া
মন্দিরের সামনে ম্যাচিং পোশাক পরেই প্রোপোজ়!

Follow Us

Latest Viral Video: কেদারনাথে তীর্থযাত্রায় গিয়েছিলেন যুগলে। তাঁদের ভিডিয়ো এখন সোশ্যাল মিডিয়ার আনাচকানাচে ঘুরে বেড়াচ্ছে। কেদারনাথ মন্দির প্রাঙ্গণেই মেয়েটিকে দেখা গেল, তাঁর প্রেমিকের প্রতি ভালবাসা প্রকাশ করতে। তা নিয়ে নেটদুনিয়ার মানুষজনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ মেয়েটির সাহসিকতার প্রশংসা করেছেন, কেউ আবার বিয়ের প্রস্তাবের জন্য কেদারনাথ মন্দির চত্বরকেই শ্রেষ্ঠ বলে দাবি করেছেন। যদিও কেদারনাথ মন্দিরে (Kedarnath Temple) এমন কাজ করা ঠিক হয়নি বলেও দাবি করেছেন কেউ কেউ। তাঁদের অনুভূতি এবং ধর্মীয় ভাবাবেগে এই ঘটনা আঘাত হেনেছে বলেই দাবি করেছেন তাঁরা।

গত শনিবার ভিডিয়োটি টুইটারে শেয়ার করা হয়। তারপর থেকে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। @Ravisutanjani নামের একটি টুইটার হ্যান্ডেল থেকে ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। মাত্র 36 সেকেন্ডের এই ভিডিয়োতে প্রেমিক এবং প্রেমিকা দুজনকেই হলুদ পোশাক পরে থাকতে দেখা গিয়েছে। ছেলেটির পরনে ছিল একটি হলুদ পাঞ্জাবী এবং মেয়েটিকে একটি হলদে শাড়ি পরেছিলেন। কেদারনাথ মন্দিরের সামনে দুজনেই এসেছিলেন মহাদেবের কাছে প্রার্থনা করতে।

প্রথমে ছেলেটি মন্দিরের দিকে তাকিয়ে প্রণাম করছিল। তার পাশে গিয়ে দাঁড়ায় মেয়েটি। হঠাৎই হাত নাড়িয়ে ঈশারায় তাঁর পিছন থেকে কাউকে কিছু একটা দিতে বলে। তাঁর হাতে একটি ছোট্ট বাক্স গুঁজে দেওয়া হয়। তারপরই দেখা যায় বাক্স থেকে আংটি বের করে এক্কেবারে ফিল্মি কায়দায় হাঁটু গেড়ে বসে তাঁর প্রেমিককে প্রোপোজ় করে মেয়েটি। তীর্থযাত্রায় এসে যে তাঁর সঙ্গে এমনটা হতে পারে, কল্পনাও করতে পারেনি ছেলেটি। চোখ খুলে তাঁর প্রেমিকার এভাবে প্রেম নিবেদনের স্টাইল দেখে সে হতবাক হয়ে যায়।


ব্যাপক ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। গত শনিবার শেয়ার করার পর থেকে এর মধ্যেই ভিডিয়োর ভিউ 1.8 মিলিয়ন ছাপিয়ে গিয়েছে। ভিডিয়োর ক্যাপশনে ওই ব্যবহারকারী লিখেছেন, ‘ঠিক যে কারণে দেশের সমস্ত মন্দির থেকে স্মার্টফোন ব্যান করা উচিত। মূল মন্দির থেকে 20 কিলোমিটারের মধ্যে একটি ফোন অপ্রয়োজনীয় ভিড় দূর করতে পারে।’ সেই সঙ্গে তিনি এ-ও জানিয়েছেন যে, কেদারনাথ থেকেই তিনি বিষয়টি অনুধাবন করে লিখছেন।

নেটিজ়েনদের একজন লিখলেন, ‘এরকম কাজে তো মন্দিরের মর্যাদা ক্ষুণ্ণ হচ্ছে। মন্দির কর্তৃপক্ষের এ নিয়ে আরও কঠোর হওয়া উচিত।’ আর একজন যোগ করেছেন, ‘দুজন-দুজনকে ভালবাসেন। মন্দিরের থেকে এমন পবিত্র কাজ করার ভাল জায়গা আর কী-ই বা হতে পারে।’ এদিকে দাবি করা হচ্ছে, ভিডিয়োতে যে মহিলাকে দেখা গিয়েছে তাঁর নাম বিশাখা, পেশায় তিনি একজন ব্লগার। তিনি তাঁর নিজের ইনস্টা পেজ @ridergirlvishakha থেকেও ভিডিয়োটি শেয়ার করেছেন।

Next Article