Viral Video: বিয়ের মণ্ডপে কনেপক্ষের দামি উপহার নিতে নারাজ বর, কী হল তারপর?

TV9 Bangla Digital | Edited By: অন্বেষা বিশ্বাস

Mar 09, 2023 | 10:28 AM

Groom Refused Expensive Gift: সাধারণত দেখা যায় বিয়েতে বিভিন্ন ধরনের উপহার দেখে বরও বেশ খুশি হন। কিন্তু যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, তাতে কনের বাড়ি থেকে দেওয়া দামি উপহার নিতে অস্বীকার করেন বর। কোনও মতেই রাজি নন সেই উপহার নিতে।

Viral Video: বিয়ের মণ্ডপে কনেপক্ষের দামি উপহার নিতে নারাজ বর, কী হল তারপর?

Follow Us

Latest Viral Video: নতুন বছর শুরু হতেই বিয়ের অনেক ধরনের ভিডিয়ো ভাইরাল হয়েছে। কখনও বর নতুন কনেকে কোলে তুলে সিড়ি থেকে নামতে গিয়ে পড়ে গিয়েছেন, আবার কখনও নতুন বর (Groom) বাজি ফাটার আওয়াজে ভয় পেয়ে মালাবদল থামিয়েছেন। কিন্তু বর্তমানে এমন একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা অন্য় সব ভিডিয়োর (Video) থেকে বেশ আলাদা। পণ নয়, তবে বিয়েতে কনের বাড়ি থেকে নানা রকম উপহার পাঠানে হয় বরের বাড়িতে। সাধারণত দেখা যায় বিয়েতে বিভিন্ন ধরনের উপহার দেখে বরও বেশ খুশি হন। কিন্তু যে ভিডিয়োটি ভাইরাল (Viral Video) হয়েছে, তাতে কনের বাড়ি থেকে দেওয়া দামি উপহার (Expensive Gift) নিতে অস্বীকার করেন বর। কোনও মতেই রাজি নন সেই উপহার নিতে। আপনি হয়তো ভাবছেন, প্রথমে লজ্জায় না বলেছেন, তারপরে নিশ্চয়ই নিয়েছেন। ভিডিয়োটি প্রথমে তা মনে হলেও পরে তিনি যে করলেন, তা দেখে আপনি অবাক হবেন।

ভিডিয়োতে আপনি দেখতে পাচ্ছেন, বর ও কনে মন্ডপে বসে আছেন এবং এই সময় বর পিছনে ফিরে একজন মহিলার সঙ্গে কথা বলছেন। তারপর ওই মহিলা বরকে এমন কিছু উপহার দিচ্ছেন, যেটা খুব দামি। কিন্তু বর তা নিতে অস্বীকার করেন। সে মহিলাকে বলে যে “দিদি, আমি এই উপহার নিতে চাই না।” এই ভিডিয়ো দেখে অনেকই হতবাক হয়ে গিয়েছেন। বরের এমন আচরণ অধিকাংশ নেটিজেনের হৃদয় ছুঁয়ে গিয়েছে। আপনিও নিশ্চয়ই সোশ্যাল মিডিয়ায় অনেক ধরনের ভিডিয়ো দেখেছেন, যেগুলিতে বর সাধারণত উপহার পেয়ে খুব খুশি হয়। কিন্তু এই ভিডিয়োতে যে বরকে দেখলেন, তাকে দেখে আপনার মতামত কী?

এই ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামে classypeepsofpakistan নামের একটি আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। যা এখনও পর্যন্ত 1.5 মিলিয়ন ভিউ হয়েছে। আর 96 হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। অনেক অনেক কমেন্টও করেছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, “বরের এমন করা উচিত হয়নি। ওনার খুশি হওয়া উচিত যে, বাবা-মা একটু একটু করে টাকা জমিয়ে তাকে এমন দামি উপহারটি দিয়েছেন।” অন্য একজন ব্যবহারকারী লিখেছেন, “এমন ছেলে কোথায় পাবো?”

 

Next Article