Latest Viral Video: সাপের নাম শুনলেই মানুষের আত্মারাম খাঁচাছাড়া হওয়ার অবস্থা হয়। সাপ দেখা তো অনেক পরের কথা। এমনকি, জঙ্গলের সবথেকে বিপজ্জনক প্রাণীরাও সাপকে ভয় পায়। কিন্তু সেই সাপেদের ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক হারে ভাইরাল হয়। আচ্ছা, যদি পৃথিবীতে দীর্ঘতম এবং সবথেকে বিষধর সাপের কথা আপনাকে জিজ্ঞেস করা হয়? নিশ্চয়ই কিং কোবরার নামটা প্রথমে আপনার মাথায় আসবে। এহেন কিং কোবরা তাদের সামনে যা পাবে, তারা তা-ই খাবে। শুধু তাই নয়। কোবরাদের খপ্পর থেকে বাদ যায় না অন্যান্য বিভিন্ন প্রজাতির সাপেরাও। সম্প্রতি একটি কিং কোবরার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, বিশালাকার একটি কিং কোবরা রীতিমতো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। আর সেই ভিডিয়ো দেখার পর নেটদুনিয়ার লোকজন হতবাক। সকলের মনে একই প্রশ্ন ঘোরাফেরা করছে, “একটা সাপ কখনও এভাবে মাথা তুলতে পারে?”
সাধারণত, একটি পূর্ণবয়স্ক কিং কোবরার দৈর্ঘ্য 19 ফুট পর্যন্ত হতে পারে। এ-ও বলা হয় যে, একটি প্রাপ্তবয়স্ক কিং কোবরা গড় দৈর্ঘ্যে 13 ফুট পর্যন্ত এবং ওজনে 6 কেজি পর্যন্ত হতে পারে। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিয়োটি ভাইরাল হয়েছে, সেখানে ওই কিং কোবরাটির দৈর্ঘ্য প্রায় 13 ফুটেরও বেশি বলে মনে করা হচ্ছে। কিং কোবরা তার ফণা বের করে বসে থাকে। কিন্তু ভাইরাল হওয়া এই ভিডিয়োতে এমনই জিনিস দেখা গিয়েছে, যা অবাক করার মতো। সাপটিকে দেখা গিয়েছে, 3 থেকে 4 ফুট উচ্চতায় দাঁড়িয়ে থাকতে। যাঁরাই এই ভিডিয়ো দেখেছেন, বিস্মিত হয়েছেন তাঁরাই। কেউ আবার বলেছেন, “সাপের এমরকম কাণ্ড এই প্রথম দেখলাম।”
এই ভিডিয়োটি বেশ কয়েক মাস আগেকার। প্রথমে ফেসবুকে এই ভিডিয়ো শেয়ার করা হয়। তারপর তা শেয়ার করা হয় অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে। ভিডিয়োটি দেখার পর নেটিজ়েনদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গিয়েছিল। কেউ বলেছিলেন, এটি ব্ল্যাক মাম্বা। কেউ আবার দাহি করেছিলেন যে, এটি একটি কিং কোবরা। কিন্তু সাপটি আদতে কিং কোবরা নাকি ব্ল্যাক মাম্বা, তা নিশ্চিত করতে Snopes নামক একটি ওয়েবসাইট যোগাযোগ করে ভার্জিনিয়ার ওয়াইল্ডলাইফ রিসোর্সের কাছে। সেখান থেকে জানানো হয়, যে সাপটি ‘দাঁড়িয়ে রয়েছে’ সেটি কিং কোবরাই। অনেকেই দাবি করেছেন, ভিডিয়োটি মালয়েশিয়ার। কিন্তু কেউ কেউ আবার সাপটিকে ভারতের বলেও দাবি করেছেন। তাই, এই সাপের ভিডিয়োটি আসলে যে কোন দেশের, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।
A video was shared on social media with captions that claimed it showed a very long “snake standing up” and “raising its head.” Readers wanted to know whether it showed a king cobra, black mamba, or other kind of snake. We asked a wildlife expert. https://t.co/yiRKR9vFn3
— snopes.com (@snopes) September 4, 2022
ইউটিউবে রিলস হিসেবে ভিডিয়োটি আসার পর তা ব্যাপক ভাবে ছড়িয়ে পড়েছে। ইউটিউবে ভিডিয়োটি কয়েক লক্ষ ভিউ পেয়েছে। পুরনো ভিডিয়ো হলেও তা যেন আবার নতুন করে ভাইরাল হচ্ছে। ব্ল্যাক মাম্বা, কিং কোবরার পাশাপাশি কেউ কেউ আবার এটিকে র্যাটল স্নেক বলে দাবি করেছেন। তাঁদের দাবি, র্যাটল স্নেক ছাড়া কোনও সাপই এভাবে মাটি থেকে এত ফুট উঁচুতে দাঁড়িয়ে থাকতে পারে না। একজন লিখছেন, “যে ব্যক্তি এই ভিডিয়োটি করেছেন, তিনি বোধহয় সাপটিকে দেখে কেঁপে উঠেছিলেন!”