Ducks Block Road: সোমবার সাত সকালে ব্যস্ত রাস্তা আরও ব্যস্ত হয়ে যায়। প্রচণ্ড যানজটের কারণে বেশির ভাগ মানুষেরই অফিস পৌঁছতে অনেকটা দেরি হয়ে যায়। কিন্তু রাস্তায় যে কারণে ট্রাফিক হয়েছিল, তা ছিল খুবই মজাদার। আর সেই মজাদার কারণেই মানুষজনের অফিস পৌঁছতে খানিক বিলম্ব হয়। সম্প্রতি এমনই একটি ভিডিয়ো খুব ভাইরাল হয়েছে। সেখানে দেখা গিয়েছে, রাস্তায় গাড়ি আটকে দাঁড়িয়ে রয়েছে কয়েকশো হাঁস। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম রেডিটে এই ভিডিয়োটি পোস্ট করা হয়। তারপরে অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ছড়িয়ে পড়ে ভিডিয়োটি। রেডিটে প্রায় ৬৫ হাজারেরও বেশি আপভোট পেয়েছে ভিডিয়োটি।
মাত্র ১৪ সেকেন্ডের ভিডিয়ো। কিন্তু খুব কিউট একটা ভিডিয়ো। এতটাই কিউট যে কারও মন কেড়ে নিতে পারে। ভিডিয়োতে দেখা গিয়েছে, একটি সাদা রঙের এমপিভি গাড়ির সামনে হাঁটাচলা করে বেড়াচ্ছে একদল হাঁস। এত বিপুল পরিমাণে হাঁসেরা সেখানে এককাট্টা হয়েছিল যে, গাড়িচালককে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে দেখা যায়। তার পিছনে দাঁড়িয়ে গিয়েছিল আরও কয়েকটি গাড়ি।
এই ঘটনাটি কোথায় ঘটেছে সে সম্পর্কে কিছুই জানা যায়নি। ওই হাঁসেরা এমন ভাবেই নড়াচড়া করছে যে, এক ইঞ্চিও জায়গা খালি নেই। এদিকে মজাদার এই ভিডিয়ো দেখে রেডিট ব্যবহারকারীরা নানাবিধ মন্তব্য করেছেন।
একজন বলছেন, “এরকম আমার সঙ্গে হলে অফিসে যাওয়ার সঙ্গে সঙ্গেই বস বলত, আজকে তোমার এত দেরি হল কেন? উত্তরে আমি বলতাম, সামনে হাঁস এসে গিয়েছিল স্যার।” আর একজন যোগ করলেন, “হাঁসদের কাউন্সিল বসেছে। শীঘ্রই রায় দেওয়া হবে।”